আমাদের কথা খুঁজে নিন

   

মন যদি কাঁদে " অতৃপ্ত আর্তনাদ " - সঞ্চিতা (মিয়াও) কে উৎসর্গ

আমার জগত শুধুই তোমার আমি , কে আমি ? দীপ , হা হা হা হা চিনেছিলাম শুধু তোমাকে , কিন্তু নিজকেই চিনতে পারিনি আজ আমি আমাকেই চিনিনা , তোমার দীপ এরকম নিষ্ঠুর ছিল না , ভালবাসাহীন, অনুভূতিহীন , মায়া মমতা হীন কিছুই নেই আমার জান বাবু তুমি ত আমাকে রেখেই পার করেছ এই কষ্টের বৈতরণী কিন্তু আমি কিভাবে আছি???? উপর থেকে দেখে নিশ্চয় তোমার হাসি পাচ্ছে আমি কি করছি? একটা গান খুব গাইতেসি আজ ঃ চাঁদমামা আজ বড্ড একা বড় হয়েছি আমি রোজ রাতে আর হয়না কথা হয়না নেয়া হামি রোজরাতে আর চাঁদের বুড়ি কাটেনা চরকা রোজ ও বুড়ি,তুই আছিস কেমন হয়না নেয়া খোঁজ কোথায় গেলো সে রুপকথার রাত হাজার গল্প শোনা রাজার কুমার,কোটাল কুমার,পঙ্খীরাজ সে ঘোড়া কেড়ে নিলো কে সে আজব সময় আমার কাজলা দিদি কে রে তুই,কোন দৈত্যদানব সব যে কেড়ে নিলি কেরে কেরে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে তুই,কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে আলাদিন আর জাদুর জীনি আমায় ডাকছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সময় তো নেই কোনো আলীবাবার দরজা খোলা চল্লিশ চোর এলে সিনবাদটা একলা বসে আছে সাগর তীরে সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজো মেঘের আড়াল কোথায় গিয়ে নামি কেড়ে নিলো যে সেই.. একটা কথা তুমি যেন মিয়াও আমার সঞ্চিতা তুমি যে আকাশেই থাক না কেন , আমি সেই আকাশেই তোমাকে ছোব আজ না হয় কাল আমারও দিন শেষ হচ্ছে হা হা হা আমাকে আরো অভিশাপ দাও আরো আরো কিন্তু আমি তাতে আরও তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাব ঃ আজ থেকে দীপ জীবন্মৃত থেকে মৃত হবে হা হা হা হ্যা আজকেই , আর তাই আজ রাতে কোন রুপকথা নেই , আজ রাতে শুধু আমার চাপা আর্তনাদ হারাবে তার আত্মাকে তোমার ঐ চোখের মনিতেই আমি হারাব চীরদিনের মত আজ সবকিছু থেকে বিদায় : তোমার আজ থেকে না থাকা ঃ দীপ সাথে করে নিলাম আমার সঞ্চিতা মিয়াও কে ( যে তুমি নউ )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।