আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলার প্রথম দিনে বিশ্রী অবস্থা

বিগত বুধবার পহেলা ফেব্রুয়ারি বাংলা একাডেমীর চত্বরে শুরু হয়েছে অমর একুশে বইমেলা ২০১২ । বাঙালীর প্রাণের সঙ্গে মিশে থাকা এই বইমেলায় আমার যাতায়াত একেবারে ছোটবেলা থেকেই । ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকটে আমার বাসা হওয়ায় প্রতি বছরই একুশে বইমেলায় একাধিকবার যাওয়া হলেও কোন বছর বইমেলা উদ্বোধনের দিন যাওয়া হয়েছে বলে মনে পড়ছে না । তবে এবারের বইমেলায় একেবারে প্রথম দিনই হাযির হলাম । বইমলোয় ঘুের-িফরে অনেক রাত করে বাসায় ফিরলাম ।

মেলার প্রথম দিন হওয়ায় ভেতরের প্রায় স্টল গুলো দেখলাম একেবারেই ফাকা ফাকা । আবার অনেক স্টলেই দেখলাম বই উঠানো হয়নি । ভেতরে আগত র্দশক-ক্রেতা-পাঠকদের ধুলা-বালিতে নাক মুখ বন্ধ হয়ে যাওয়ার অবস্থা । দায়িত্বশীল কতৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অনেককেই চরম ভোগান্তি পোহাতে হচ্ছে । সবমিলিয়ে এক বিশ্রী অভিজ্ঞতা নিয়ে প্রথম দিনের বইমেলা উপভোগ করলাম ।

তবে সেদিন মেলার উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্বোধন কৃত নব নির্মিত বাংলা একাডেমী ভবন দেখে সবাই মুগ্ধ হওয়ার কথা । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।