আমাদের কথা খুঁজে নিন

   

আসিফ মহিউদ্দীন এবং গোঁড়া নাস্তিকদের বলছি...

সৃষ্টিকর্তা সাম্প্রদায়িক হতে পারেন সেটা বিশ্বাস করি না... আমি গত পরশু একটা পোস্ট দিয়েছিলাম আসিফ ভাইয়ের ফেসবুক ওয়ালে এবং সামুতে একসাথে। আজকে তার ওয়ালে দেখলাম সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শেয়ার করা আরেকটি পোস্টঃপুরনো চাল ভাতে বাড়ে এই শিরোনামে আসিফ মহিউদ্দীন ভাই তার ফেসবুকে শেয়ার করেছেন। এই সম্পর্কে আরো কয়েকটি কথা যা গোঁড়া নাস্তিকদেরও বোঝা উচিত। আমি আসিফ ভাইয়ের ফেসবুকে যা লিখেছি তাই সরাসরি এখানে দিচ্ছি... আসিফ ভাই, আবারো লিখতে বাধ্য হচ্ছি, আপনার সাম্প্রতিক পুরনো চাল ভাতে বাড়ে শিরোনামের শেয়ারটি দেখে, এটাই ভাই আপনার উদ্দেশ্যে শেষ লেখা। আমার আগের প্রশ্নের উত্তর কিন্তু আমি এখনও পাইনি যে এসব করে আসলেই কি লাভ হচ্ছে, আপনি যে পোস্টটা শেয়ার দিলেন এতে স্পষ্টভাবে একটা ধর্মীয় সম্প্রদায়কে আঘাত করা হয়েছে।

আমি নিজে এতে শিক্ষণীয় কিছুই পেলাম না, আমার মনে হয়েছে কেবল ব্যাক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যেই, কিছু মানুষকে আঘাত করার জন্যেই এমন একটা জিনিস লেখা যেতে পারে কিংবা শেয়ার করা যেতে পারে। আপনি বলতে পারেন সেটা জাস্ট ফান করার জন্যেই লেখা। ভাই আপনি কখনও ইভটিজিংয়ের শিকার হয়েছেন? আপনি কি জানেন ইভটিজিং এর শিকার হলে অনুভুতিটা কি হয়? সেটাও কিন্তু অনেক ছেলে স্রেফ মজা করার জন্যেই করে থাকে, উলটা পালটা কিছু আপাত রম্য উক্তির শেষে আপনি যেমন একটা চোখ মারার ইমো দিয়েছেন সেভাবে চোখও মারে। আমি স্পষ্টভাবে বলতে চাই আপনাদের এইসব পোস্টে কিছু বিশ্বাসী লোক উত্যক্ত হয়, এতে সমাজের কোন লাভই হয়না অথবা নাস্তিক্যবাদেরও কোন উপকার হয়না। আপনি যদি যুক্তি দিতে চেষ্টা করেন যে এই কাজটা ঠিকই আছে তবে আমি বলবো ইভটিজারদেরও কোন দোষ নাই… আপনার এই পোস্ট শেয়ার করাটা সাম্প্রদায়িকতার পর্যায়ে পড়ে, আপনারা নাস্তিক সম্প্রদায়ের কিছু লোক আরেকটি সম্প্রদায়কে আক্রমন করেছেন।

জানি আপনি এখন সাম্প্রদায়িকতা কাকে বলে, কে নির্ধারন করবে কোন আচরন সাম্প্রদায়িক কিনা এইসব নিয়া প্যাঁচাল পাড়তে চেষ্টা করবেন। দাদা এই ব্যাপারটা বোঝার জন্যে বিশাল কোন নথিপত্র ঘাঁটাঘাঁটি করতে হয়না, আমার বাসার কাজের ছেলেটা কিংবা জামায়াত শিবিরের লোকেরা যেমন হিন্দু দেখলে মালাউন বলে হাসাহাসি করে, তাদের টিকি কিংবা পৈতা নিয়ে টিটকারী মারে আপনারাও ঠিক তা ই করেছেন। কাজের ছেলে না হয় না বোঝে বলে, কিন্তু জামায়াত শিবির এবং আপনারা বোঝেশুনেই আপনাদের প্রতিপক্ষকে আক্রমন করছেন। দয়া করে দাবী করবেন না যে এইটা আপনাদের প্রগতিশীল আচরন, একটা ধর্মকে গালি দেয়া, ধর্মকে নিয়ে হাসাহাসি করা, মানুষের বিশ্বাসকে আঘাত করা কখনোই প্রগতিশীল আচরন হতে পারেনা। আপনাদের এই আচরন বর্ণবাদী আচরন।

বর্ণবাদী আচরনের মন্দ দিক সম্পর্কে হাজার হাজার পৃস্টা আলোচনা ইন্টারনেটে পাবেন। আপনারা যা করছেন সেটা একটা নির্দিষ্ট গোষ্টিকে হেয় করার জন্যে করছেন, যেখানে বর্ণবাদী আচরনে অভিযুক্ত হওয়ার জন্য একটা কটু মন্তব্যই যথেষ্ট সেখানে আপনারা পোষ্টের পর পোষ্ট ফেঁদে বসছেন, এরপরেও নিশ্চয়ই দাবি করবেন না আপনারা প্রগতিশীল, নিশ্চয়ই বলবেন না ঠিক কাজই করছেন। ভাই এইসব বন্ধ করেন প্লীজ, এইসব ভাল লাগেনা। আর যদি এটাই আপনাদের বিনোদন হয়ে থাকে তবে বলবো সেই সব অন্ধ লোকদের সাথে আপনাদের কোন পার্থক্য নাই যারা তাদের বিশ্বাসকে পুঁজি করে মানুষকে কষ্ট দিতে যায়, যারা বিশ্বাসের কথা বলে মানবতাকে ছুঁড়ে ফেলে দেয়, যারা বিশ্বাসকে প্রতিষ্টিত করতে রক্তপাতে দ্বিধা করে না… আসিফভাই, যে মুখে আপনি প্রগতিশীলতার কথা বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন সে মুখে এইসব সত্যি মানায় না। আপনি একটা মতবাদে বিশ্বাস করেন বলে অন্যদের আঘাত দিয়ে যাবেন সেটা কোনভাবেই সমর্থনীয় নয়।

আপনারা নাস্তিক্য নিয়ে আলোচনা করতে পারেন, গবেষনা করতে পারেন অবশ্যই, তবে এভাবে কোন বিশুদ্ধ নাস্তিক পূর্বে অপপ্রচার চালিয়েছে আমার জানা নেই। নাকি কেউ কেউ যে বলে আসিফ মহিউদ্দীন বিদেশীদের টাকা খেয়ে এসব অপপ্রচার চালায় সেটা বিশ্বাস করে নেব…??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.