আমাদের কথা খুঁজে নিন

   

।। বাসের মহিলা সিট এবং অতঃপর... ।।

.............................................. প্রতিদিন আমাদের শিক্ষার্থী বোনেরা এবং কর্মজীবী নারীরা অনেক কষ্ট করে বাসে যাতায়াত করেন । তাদের যে কত বিড়ম্বনায় পড়তে হয়, তার কোন হিসেব নেই । অনেক পুরুষই আবার মহিলা সিটে গিয়ে বসে থাকেন । আবার সেই সিট ছাড়তে বললেও ছাড়েন না । অনেক সময়ই তারা ধাক্কাধাক্কি করে সবার সাথে দাঁড়িয়ে থাকেন ।

আপনার বোন কিংবা মা দাঁড়িয়ে থাকলে কি আপনি সিট ছাড়তেন না ? অনেকের আবার এই মানসিকতা যে তাদের জন্য তো সিট আছেই, তাহলে কেন সিট ছেড়ে দিব । আশ্চর্য !! নিয়ম হচ্ছে ড্রাইভার এর সাথের কয়টি সিট শুধুমাত্র মহিলাদের । আর বাকি সিটগুলোতে সবাই -ই বসতে পারবে । সেগুলো নির্দিষ্টভাবে কারো জন্য নয় । আবার একজন ৬০ থেকে ৭০ বছর বয়সি বৃদ্ধলোক দাড়িয়ে থাকলেও হেডফোন কানে লাগিয়ে গান শোনা তরুন ভাইয়েরা সিট ছাড়তে চান না ।

আপনার বাবা হলে কি সিট ছাড়তেন না ? হায়রে মানুষ কি করছি আমরা ?? আমরাই না পৃথিবীর শ্রেষ্ঠ জীব !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।