পৌরসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসছে। পার্টি অফিসে মনোনয়ন প্রার্থীদের আনাগোনা বাড়ছে। যদিও পৌরসভা নির্বাচনে রাজনৈতিক দলের মনোনয়ন নিয়ে প্রচারণার নিয়ম নেই তারপরও সবকিছুই হয় দলের প্রত্যক্ষ মদদে। তাই পার্টি অফিসে মনোনয়ন প্রার্থীদের ভীড় ক্রমে বেড়েই চলেছে।
জামালকে দেখে মোস্তফা সাহেব বলে উঠলেন, এই যে ইয়াং লিডার, খবর কী?
জামাল চেয়ারে বসতে বসতে বিনয়ের সঙ্গে বলল, জি বড়ভাই ভালো।
মোস্তফা সাহেব বললেন, কে ভালো? তুমি নাকি জনগণ ভালো?
সবাই ভালো।
বেলায়েত সাহেব বললেন, হ্যাঁ ওর সূত্রটা জনগণের মধ্যে বেশ সাড়া জাগিয়েছে।
মোস্তফা সাহেব বললেন, কিন্তু মনে রাখতে হবে তোমার প্রতিদ্বন্দ্বি রায়হান চেয়ারম্যান খুব জনপ্রিয়, তাকে নির্বাচনে পরাজিত করা বেশ কঠিন কাজ।
বড়ভাই আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অবশ্যই পারবো।
মোস্তফা সাহেব বললেন, মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও তোমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেক্ষেত্রে আমি তোমাকে সহযোগিতা করবো কিন্তু তোমাকে নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা দেখাতে হবে।
তারপর নির্বাচনে জয়ী হওয়ার জন্য তোমাকে কম্পিটিশন করতে হবে রায়হান চেয়ারম্যানের মতো জনপ্রিয় চেয়ারম্যানের সঙ্গে। আমরা তোমার সঙ্গে থাকব, দল তোমাকে সমর্থন দিবে, সহযোগিতা দিবে। কিন্তু তোমাকে আরো অ্যাকটিভ হতে হবে, জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে হবে, আরো জনগণের কাছাকাছি যেতে হবে। জনগণের মুখ থেকে বের করতে হবে যে তারা হিসেবে তোমাকেই দেখতে চায়। তা না হলে তুমি দলের নোমিনেশন নাও পেতে পারো।
জি বড়ভাই আমি বুঝতে পেরেছি। আপনারা আমাকে নিয়ে যে দ্বিধা-দ্বন্দ্বে আছেন ইনশাল্লাহ আমি নির্বাচনে জয়ী হয়ে আপনাদের দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটাবো, বলে জামাল চেয়ার ছেড়ে উঠল।
বেলায়েত সাহেব বললেন, জামাল কি রাগ করে চলে যাচ্ছ? আসলে মোস্তফা ভাই যা বললেন তা তোমার ভালোর জন্যই বললেন।
জামাল এমন একটা ভাব দেখালো যে সে কিছু মনে করেনি। সে হেসে বলল, আপনারা আমার সিনিয়র আপনাদের পরামর্শ এবং সহযোগিতায় বড় হতে চাই বলে জামাল ঘড়ির দিকে তাকিয়ে বলল, বড়ভাই আমার একটু তাড়া আছে।
মোস্তফা সাহেব বললেন, আচ্ছা তুমি এসো।
জামাল বের হয়ে যাওয়ার পর বেলায়েত সাহেব বললেন, মোস্তফা ভাই আপনি জামালকে চাপের মুখে ফেলে দিলেন, ও আসলে টেনশন করবে।
মোস্তফা সাহেব বললেন, বেলায়েত ওকে এভাবে গিয়ার আপ না করলে বসে থাকত, তাই একটু ইচ্ছা করেই টেনশনে ফেলে দিলাম। তাছাড়া রাজনীতিতে টেনশন সহ্য করার ক্ষমতা থাকা দরকার সেটাও শেখালাম।
চলবে...
গডফাদার-০১ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।