**তবুও কিছু কথা না বলাই থেকে যায়** হতে চেয়েছিলাম ধূসর মেঘ তোমার ছায়া হয়ে থাকবো ভেবে... চেয়েছিলাম নীলাকাশের মাঝে মিশে যেতে তোমার সাথে প্রজাপতি হয়ে উড়ব ভেবে !!! ইচ্ছে ছিল রাতের আকাশের পূর্ণিমা হব তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকবে বলে ... লিখে রেখেছিলাম অজস্র গান তুমি গাইবে বলে !!! মনের ক্যানভাসে এঁকেছিলাম হাজারো ছবি আমার সাথে তোমায় কল্পনা করে ... রং বেরংয়ের স্বপ্ন বুনেছিলাম আমার ভালোবাসার রাজকুমারকে নিয়ে !!! আশায় আশায় বসে ছিলাম হয়ত একদিন কাছে টেনে নেবে ... ভালোবাসি বলে তোমার হৃদয়ের মণিকোঠায় আমার নামটি লেখবে ভেবে !!! হয়ত মনের দেয়াল টপকাতে পারিনি অথবা আমিই অনেক খানি বদলে গেছি!!! তাইতো আজও কাছে যাওয়া হয়নি বলা হয়নি ভালোবাসি .... তোমাকে পেতে পেতেও আর পাওয়া হয়নি আর আমি যেন তোমার থেকে ... হারিয়ে গেছি অনেক অনেক দূরে বহুদূরে!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।