নাফিসার হাত ধরে বসে আছে তানিম । হাসপাতালের সাদা বিছানার উপর শুয়ে আছে নাফিসা । বড় ধরনের অসুখ হয়েছে তার । বড় অংকের টাকার দরকার ।
নাফিসা হঠাত্ বলে উঠল ,"মনে আছে ,তোমাকে একবার সিগারেট খেতে মানা করেছিলাম ।
টাকাগুলো যদি জমাতে !!!"
অতীতে ফিরে গেল তানিম । নাফিসার সাথে কয়েকদিন দেখা হবার পরেই তাদের প্রেম হয়ে যায় । তারপর পরিবারের সম্মতি তে বিয়ে ।
তানিমের মোটামোটি সব কাজই পছন্দ হত নাফিসার শুধু ঐ সিগারেট খাওয়া টা বাদে ।
দৈনিক বিকেলে তারা ঘুড়তে বের হত ।
বেশি দূর যেত না । শাহবাগের ওভারব্রিজের উপর দাড়িয়ে মানুষের ব্যস্ততা দেখত ,ছবির হাটে পুরনো বন্ধুদের সাথে আড্ডা দিত । এভাবে ভালোই দিন যাচ্ছিল তাদের ।
একদিন হঠাত্ করেই নাফিসার অসুখ টা ধরা পরল । তারপর হাসপাতালে এল তারা ।
নাফিসার দিকেই তাকিয়ে ছিল তানিম । সিগারেটের কথাটা বলতেই পুরনো দিনগুলোর কথা মনে পরে গেল তানিমের । এবার আর চুপ করে থাকতে পারল না সে । চিত্কার করে বলে উঠল ,
"খালি সিগারেট টাই দেখলা ! এই জীবনে যত টাকার চাইনিজ খাইছ সেই টাকা দিয়া একটা হাসপাতাল দিয়া পারতাম । আর প্রতি মাসের শাড়ি কেনার টাকা দিয়া ডাক্তারদের বেতন দিতাম ।
"
মরাল : সিগারেট এবং চাইনিজ দুইটাই অপচয় । সুতরাং দুইটাই বর্জন করা উচিত । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।