আমি খুবি সাধারণ পেন্সিলে আঁকা সহজ স্বপ্ন আমার । স্বপ্ন দেখতে ভুল হলে ইরেজার দিয়ে সহজে মুছে ফেলা যায় । আমার স্বপ্ন । মশা মারতে আর আপনাকে কয়েল এর বিরক্তিকর ধোঁওয়া বা এরোসল এর বিচ্ছিরি গন্ধ সহ্য করতে হবে না। মশার খোঁজে সারা বাড়িও চষে বেরাতে হবে না।
এখন থেকে সফটওয়্যারের সাহায্যেই আপনি মশা তারাতে পারেন।
SEA Anti-mosquitos XP 2.0
নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করে এটি মশা তাড়াতে সক্ষম।
অথচ আমরা এটি শুনতে পাব না(শ্রাব্বতার সীমার নিচের শব্দ বলে)।
এর মাধ্যমে আপনি মাছিও তাড়াতে পারবেন।
সফটওয়্যারটির কার্যক্ষমতা পরিক্ষা করতে রুম এ মাছি থাকলে fly নির্বাচন করে রান করুন।
কাজে লাগলে জানবেন। না লাগলেও জানাবেন।
softwere টি ডাউনলোড করুন এখান থেকে http://www.mediafire.com/?mjmyykietd
বিঃদ্রঃ - আপনার কম্পিউটারের স্পিকার টি ভাল মানের হতে হবে। সব স্পিকার শব্দত্তর তরঙ্গ তৈরি করতে পারে না।
View this link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।