প্রদীপ হালদার,জাতিস্মর। আমি কে ?
আমি কে ? কি আমার পরিচয় ? কোথা থেকে আমি এসেছি ? মৃত্যুর পর আমি কোথায় যাবো ? কেন এত দুঃখ কষ্ট ? নানান প্রশ্ন আমাকে ঘিরে রেখেছে । এই প্রশ্ন আমার মতো সকলের ।
আমি সবার মতো নই । আলাদা ।
আমি কে ? আমি হলাম আওয়াজ । আমি "আওয়াজ" একজনের মুখ থেকে বের হয়ে অন্যের মাথায় ঢুকে তাকে পরিচালিত করি ।
কি আমার পরিচয় ? আমার পরিচয় আমি আওয়াজ । আমার গায়ে আমার নাম লেখা থাকে না । আমার গায়ে আমার জাত ধর্ম লেখা থাকে না ।
আমার আওয়াজই আমার পরিচয় । আমার পরিচয়কে কেউ আওয়াজ দিয়ে ডাকলে তবে আমি সাড়া দিই ।
আমি কোথা থেকে এসেছি ? এক অন্ধকার গহ্বর - মাতৃ গর্ভ থেকে আমি এসেছি । মৃত্যুর পর আমি আবার সেই মাতৃ গর্ভে যাবো ।
কেন এত দুঃখ কষ্ট ? এই আওয়াজই আনন্দ দেয় ।
আবার এই আওয়াজই কষ্ট দেয় ।
আমরা প্রত্যেকেই এক একটা আওয়াজ । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।