আমাদের কথা খুঁজে নিন

   

হে বসন্ত বৈরী

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... সুপ্রাচীন মহাকাব্যের চিত্রণে আজ জেগেছে কালপুরুষ দীর্ঘ সাধনার প্রিয় আরাধ্য চাওয়ার প্রাপ্তিতেই হোক শেষ; কামনার কুহকে কিংকর্তব্যবিমূঢ় কান্তারে করি কাম্য প্রিয়ার পরিপূর্ণ প্রেমো বন্ধনে বন্দী হয়ে হতে চাই ধন্য। চঞ্চলো চপলো নীলাম্বরীর নীল নীল নয়নে নিমগ্নতা নিষ্প্রাণ ধুধু জীবনে বশ্যতা করিব স্বীকার পেতে পূর্ণতা, এই মনের বিষাদনীলিমায় বিষাক্ত বিষণ্ণতার প্রকাশ মুক্তিরো মন্দিরে আসবেই আসবে তুমি এ আমার বিশ্বাস। অকালের আকালে সর্বংসহা জীবনে নিঃসঙ্গ পৌরুষ আরাধ্য সন্তাপের ত্বরে কতোটা বিক্ষুদ্ধ হৃদয়ের উন্মেষ! উদভ্রান্ত যৌবন তৃষ্ণায় তৃষ্ণার্ত প্রেমে আজো বন্য হয়ে হন্য কামনার কাননে দূরন্ত ফাগুনে ভ্রমর হতে চায় ধন্য। কি চাও প্রিয়া কতটা মূল্যে পেতে পারি নিখাদ ভালবাসা কতটা ত্যাগে পরিপূর্ণ হবে এই অধমের অপূর্ণ আশা? যদি তর্জনী হেলাও দিতে পারি জীবন ছাড়বো বর্ণ গোত্র এ জীবনের হোও রাণী সেথায় থাকুক না তোমার রাজত্ব। জেনে রেখো পাবেই পাবে আমার হাজার লক্ষ কোটি চুম্বন তোমার বক্ষের পর্বত চূড়োয় হোক লাভার উদ্‌গীরণ, সিংহ গর্জনে প্রবল প্রতাপে কম্পিত কর্ষণে কর্ষণে দুটি দেহ এক আত্মা উচ্ছল হবেই হবে পূর্ণ আলোড়নে। ত্রাহি ত্রাহি জীবনে ব্যর্থতার উপাখ্যান ঝেরে উদিবে রবি নীলকণ্ঠের সংগ্রামে আমন্ত্রণ রইলো হে বসন্ত বৈরী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।