সোনার হরিনের পেছনে ছুটছি। একটু আগে হিজরাদের সম্পর্কে একটা লেখা দেখে এই লেখাটা লিখতে বসলাম। ওই লেখাটা আমি পড়ি নাই। কিন্তু শিরোনাম দেখে মনে হলো লেখাটি পজিটিভ ধরনের। কিন্তু আমার অভিঙ্গতা কিছুটা নেগেটিভ ধরনের।
এই ঘটনাটা ঘটার আগে আমার তাদের সম্পর্কে তেমন ধারনা ছিল না। কিন্তু সেদিন আমি খুবই খারাপ অভিঙ্গতা অর্জন করেছিলাম। আমি আমার একটা কাজ থেকে বাসায় ফিরতেছিলাম। আমি একটা রাস্তা ধরে আসছি। হটাৎ দেখি কয়েকটা হিজরা ওই রাস্তা ধরে বিপরীদ দিক থেকে আসছিল।
আমি আমার আপন মনে হেঁটে আসছিলাম। তো হিজরাদের কাছে আসা মাত্রই একটা হিজরা হটাৎ করে আমার গায়ের উপর এসে পড়ল। হটাৎ করে এমন ঘটনা ঘটাতে আমি অনেক ভয় পেয়ে গেলাম। আমি আসলে এই কিছু ঘটবে এমন আসা করছিলাম না। আর আমি অন্যমনস্ক থাকায় সত্যি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম।
এই ঘটনাকে সামলায়ে যখন হাটা শুরু করলাম তখন দেখলাম তারা অনেক হাসাহাসি করছে। তাদের হাসাহাসি দেখে আমি অনেক লজ্জা পেয়ে গেলাম। আমার লজ্জা পাওয়াকে ওরা আরো বেশি উপভোগ করলো। দেখলাম ওরা কথা বলাবলি করছে । তাদের মধ্যে একজন দেখলাম আমার দিকে তাকিয়ে বলছে ভাই আপনাকে ওর পছন্দ হইছে তো তাই ও এমন করছে।
তারপর আমি আর কিছু না বলে সোজা হাটা শুরু করলাম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।