আমাদের কথা খুঁজে নিন

   

গোবর-মস্তিষ্কপ্রসূত কিছু কথা :লেখকের মেলা

আমি দুর্ব্বার, আমি ভেঙে করি সব চুরমার! আমি অনিয়ম উচ্ছৃঙ্খল, আমি দ'লে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃংখল! আমি মানি নাকো কোনো আইন, আমি ভরা-তরী করি ভরা-ডুবি, আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন! আজকের পেপারটা হাতে নিয়ে চোখ বুলাচ্ছিলাম।দেখি,পেপারের প্রতি পাতায়,বইমেলার বইয়ের বিজ্ঞাপন।ভাষাগুলো ভালো লাগলো।বিখ্যাত লেখক অমুকের বই,সাড়া জাগানো লেখক অমুকের বই( বিঃদ্র- যতগুলো অ্যাডে চোখ দিয়েছিলাম সবাই প্রায় বিখ্যাত,কেউ পাঠকের চোখে,কেউবা নিজের চোখে)শুরুতেই বেস্ট সেলার।হাজার হাজার আলোকিত লেখক দিয়ে দেশ ভর্তি হয়ে গেছে দেখি।এইবার জাতি আলোর কাছে যাবে নাকি আলো জাতির কাছে আসবে এটা চিন্তা করতে করতে দেখি আমার গোবরে ভর্তি মাথা থেকে গোবরের বিশ্রী গন্ধটা বের হয়ে ছড়াতে লাগলো!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।