আমাদের কথা খুঁজে নিন

   

Capcha entry কাজ করুন বিড ছাড়া (সংগৃহীত)

Mahabubur Rahaman Arman (Araz Rahaman Arman) যারা নতুন তাদের জন্য আমার মতো এ রকম সমস্যা অহরহ-ই হচ্ছে। কেউ প্রকাশ করে কেউ করে না। যারা এই capcha entry কাজ করতে চান তাদের জন্য বলছি, এই সাইটটি দেখতে পারেন। আমি গুগলিং+ personally খোজ নিয়ে দেখেছি সাইটটা scam না। আমার মতে যারা নতুন তাদের জন্য এটি অদর্শ সাইট তবে যারা অন্যান্য সার্ভার(qlink, buck) এ কাজ করছেন তাদের জন্য বলছি এইটাতে কাজ করে দেখতে পারেন কারন এইটা অরোও ফাস্ট ।

একনজরে সুবিধাসমূহ দেখে নিন : ১. প্রতিটি ক্যাপচা = ৭ ক্রেডিট ২. ১০০ ক্রেডিট = ১ সেন্ট ৩. পে আউট $১ অথবা ১০০০০ ক্রেডিট অথাৎ আপনাকে ১৪৩০ টি ক্যাপচা entry করতে হবে। alertpay=1.00$ paypal=2.5$ ৪. রেফারেল সুবিধা ৫. সাপোর্ট Alertpay, paypal(তবে paypal এ extra charge আছে) ৬. সার্ভার = ফাস্ট(আমি যত গুলো দেখেছি) ৭. একাধিক একাউন্ট সাপোর্ট করে। ৮. সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একটি নির্দিষ্ট সময় পর পর data আসে আর timer show করে কতক্ষণ পর পরবর্তী data আসবে। পরামর্শ: নতুন একাউন্টে প্রথমে 45 second পর data আসে আর একটু কাজ করলে 5-15 second এ ডাটা আসে। http://owl.li/8S7uC মন্তব্য আশা করছি সকলের কাছে।

কারণ এটাই ব্লগারদের প্রেরণা। আপনার একটি মন্তব্য আমার মতো ব্লগারদের মনে অনেক প্রেরণা যোগায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।