দেশটা আমাদের। এর জন্য ভাল কিছু করতে হলে আমাদেরই করতে হবে। Mail:rabiul@gmail.com ইস্রাঈল আর মুসলিম দেশ তুরস্ক বেশ ভাল বন্ধু দেশ ছিল কিন্তু ইস্রাঈল তুরস্ক এর ৬ জন মানবাধিকার কর্মিকে গুলি করে মেরে ফেলায় তুরস্ক তার দেশ এ ইস্রাঈলী দুতাবাস বন্ধ করে দে। আমরা রক্ত দিয়ে সাধীনতা কিনেছি। আমাদের দেশপ্রেম তুরস্ক এর চাইতে অনেক বেশী হওয়া উচিত কিন্তু নিজ দেশ এর নাগ্রিকদের এভাবে মেরে ফেললেও আমাদের সরকার গুলো এই সব নিয়ে নিজ দেশের সংসদে কোন্দিন কথা বলে না,জাতিসঙ্ঘে নালিশ করে না।
না বিএনপি না আওয়ামিলীগ এই বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করে ?আমার মনে হয় শান্তির সময় আন্য কোন দেশের সীমান্তে এধরনের ঘটনা বারবার ঘটলে দুই দেশের মধো অনেক আগেই সব সম্পর্ক নষ্ট হয়ে যেত । এখন এটা ভাব্লে খুব ই দুঃখ হয় যে আস্লেই কি আমাদের দেশপ্রেম এত কম ?বিশাস হতে না চাইলে ও বাস্তবতা তাই প্রমান করে। বিএনপি আমলে সীমান্তে হত্যা নিয়ে আওয়ামিলীগ বলে যে বিএনপি তখন কিছূই বলে নাই কিন্তু আওয়ামিলীগ কি তখন এই বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করেছিল? আর এখন বিএনপি কি এই বিষয় নিয়ে রাজপথে আন্দোলন করে ? আর আওয়ামিলীগতো এখন সরকারী দল। নাগ্রিকদের জান মালের নিরাপত্তা এখন তাদের হাতে। তাদের মূখে তো ‘সীমান্তের বিষয় নিয়ে সরকার চিন্তিত নয়’ এই জাতীয় কথা মানায় না।
কিভাবে একটা দেশের মন্তী এই কথা ব্লতে পারেন? সীমান্তের মানুষগুলো কি আওয়ামিলীগ না বিএনপির না এই দেশের ?যদি এই দেশের হয়ে থাকে তাহলে আমাদের সরকার বা বিরোধী দল চূপ কেন?এই বিষয় নিয়ে হাইকোর্টএ ও কোন রিট হয় না কেন?নিজ দেশ এর নাগরিকদের এভাবে মেরে ফেললেও আমাদের দেশপ্রেম জাগ্রত হবে কবে? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।