আমাদের কথা খুঁজে নিন

   

বই মারিং করেন নাই কে কে??

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে একুশের বইমেলা দেখতে দেখতে (ছবি দেখতে দেখতে) মনে পড়লো জীবনে কত লোক আমার কাছ থেকে বই মারিং করেছে (এবং আমি কতলোকের বই মারিং করেছি!)। কৈশোরে বন্ধুদের একটা গ্রুপ ছিলো বিজয় মেলা, বই মেলা ইত্যাদিতে যেয়ে বই মারিং করার জন্য। লাইব্রেরী থেকেও বই মারিং হতো। এই অধমের ব্রিটিশ লাইব্রেরী থেকে দাবার বই মারিং করার ক্ষীণ অভিজ্ঞতা আছে (বের হবার সময় কাউন্টারে সন্দেহ হওয়াতে আমাদের সাথে থাকা ফাইলপত্র ঘেটে দেখেছিলো, কিন্তু আমরা নিরীহ গো-বেচারা কলেজ ছাত্র....জাণার্জণের মহৎ আশায় গিয়েছিলাম লাইব্রেরীতে )। কোন বিখ্যাত লেখক (মার্ক টোয়েন মনে হয়) তার বাসার পুরা লাইব্রেরী নাকি সাজাইছিলো মারিং বই দিয়ে! কার কার এই বিষয়ে অভিজ্ঞতা আছে? ---------- দেশের মিস করা জিনিষের মধ্যে বইমেলাটা অন্যতম...  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।