বাংলার জনগন ওয়াশিংটন, ৩ ফেব্রুয়ারি: পাইরেসি আইন ভঙ্গের অভিযোগে অন্তত ৩০০টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষ। এর মধ্যে সরাসরি খেলা-ধূলা সম্প্রচারে নিয়োজিত জনপ্রিয় ফাস্টরোসোপার্টস.কম, সকারটিভিলাইভ.নেটসহ ১৬টি স্পোর্টস সাইটও রয়েছে। অবৈধভাবে লাইভ স্ট্রিমিংয়ের দায়ে সাইটগুলো বন্ধ করে দেয়া হয়। আর এ কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মিসিগান সিটি.র কমসটক পার্ক-এর ইওজো করিও নামে ২৪ বছর বয়সি এক যুবককে। এর আগে একই কারণে বন্ধ করে দেয়া হয়েছিলো আরও ২৯১টি ওয়েব সাইট। ‘অপারশেন ফেক স্যুইপ’ অভিযানে এসব সাইট বন্ধ করে দেয়াসহ অবৈধভাবে অনলাইনে ব্যবসা পরিচালনা এবং কপিরাইট আইনভঙ্গ করার দায়ে এসব সাইটের সঙ্গে সংশ্লিষ্টদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বার্তা২৪ ডটনেট/আইএইচ/
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।