আমাদের কথা খুঁজে নিন

   

ইভা রহমানের সাথে লিনকিন পার্কের কনসার্ট !!!!!!!!!!

বাঙালি ফ্রী পেলে আলকাতরা খায় লিন্‌কিন পার্কের সাথে একি কনসার্টে গাইতে রাজি হলেন ইভা রহমান... অনেক জল্পনা কল্পনা চলছিল এই কনসার্ট নিয়ে... অবশেষে জানা গেছে ২০১৩ সালের ২৯ এ ফেব্রুয়ারি ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম মাতাবেন এই দুই ধারার শিল্পী... লিনকিন পার্কের লীড ভোকালিস্ট চেষ্টার জানান ইভা রহমানের সাথে একি কনসার্টে একি মঞ্চে গাইতে পেরে তারা আজ গর্বে গর্ভবান...... অন্য দিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা কনসার্টের অগ্রিম টিকেটের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে...ব্রিটিশ রাজপরিবার ও অনুষ্ঠানে আসবেন বলে কথা দিয়েছেন। তবে কনসার্ট এত দেরিতে কেন টা জানতে চাইলে চেষ্টার জানান ইভা ম্যাডামের শিডিউল পাচ্ছিলেন না......তাই একটু অপেক্ষা করতে হচ্ছে সবাইকে... কনসার্টে আরো থাকবেন অ্যাডেল,লেডি গাগা,কেটি পেরি, জাস্টিন বিবার প্রমুখ......তবে ইভা রহমানের উজ্জ্বলতায় তারা ঢাকা পরবেন বলে ধারনা করা যাচ্ছে বিনোদন ডেস্ক খবর ৪২০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।