আমাদের কথা খুঁজে নিন

   

আরণ্যক রাতেরা !

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ... বৈষন্নিক রাত্রি জুড়ে নৈশব্দ কালো অলিক স্ট্রীটের অপার্থিব নির্জনতায় , আচমকা নিভে গেছে সব আলো ! তবু জেগে আছে বুভুক্ষ ল্যাম্পপোস্টেরা , কিছু চৌরঙ্গীঘাট , মধ্যনৈশতে সৃষ্টি করে - সোডিয়ামের আলোকবিভ্রাট । মৌমিতা , দেখ , সোডিয়াম রোদের এই বাদলের রাতে তোমার জন্য এনেছি চেয়ে – চারটি রঙ্গিন গোলাপ , ম্যাপলের কতক পুরনো পৃষ্ঠা , যেখানে পড়েছে কোন এক , প্রাচীন কবির নিনাদ মায়াবী ছাপ । সক্রিয় তাপযন্ত্রে তোমার রুপালি দেহ - শুকিয়ে যায় , তোমার সুডৌল বুক - যেন পাইনের মায়াবী জলে - বেঁচে থাকা এক অচিন পাখির শুভ্র লোহিত পালক ! আরণ্যক রাতেরা চুপি চুপি আসে , মোমের ক্ষয়িষ্ণু শিখায় ধরে কাঁপন , তোমার আমার যৌগিক নিশ্বাসে ! প্রতিলেপনে সৃষ্টি হয় বিষণ্ণ প্রলাপ , মৌমিতা , দেখ - তোমার জন্য এনেছি চেয়ে – চারটি রঙ্গিন গোলাপ । ধর্ষিত দেয়াল জুড়ে পেন্ডুলামের দোলা , হৃদয়ে তোমার - ধুসর কাচপোকারা করে খেলা ! তবু ভালোবাসলে না আমায় , নিলে না গোলাপীয় নির্যাস ! হয়তো তুমি আর মানুষ নও - মধ্যরাতের এক জৈবিক লাশ ! ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।