আমাদের কথা খুঁজে নিন

   

লাল সবুজের বর্ণ চাষী

সভ্যচাষী [আজকের এ হ্নদয় অনুভূতীর অব্যর্থ ব্যাপক আর্তনাদের ঝড় বহে, উহা প্রকাশে বর্ণ সমষ্টি হলি উত্‍সবের আয়োজন করছে বোবা ভাষায় শুভ্রপালঙ্কে জীবনের কান্না দিয়ে সাজাতে গোধূলী বেলায় ৫২এর সংসারে। । জমে থাকা অনুভূতির আর্তনাদ এর কিছুটা 'লাল সবুজের বর্ণ চাষী' কবিতায় চিত্রাংকন করার প্রয়াস পেয়েছি] লাল সবুজের বর্ণ চাষী বর্ণ খুজি আমি বর্ণ খুজি গোধূলীর অবসরে ৫৬ হাজার বর্গ মাইলের ৫১বর্তী ৫২'র সংসারে। । বর্ণ খুজি আমি নবীন বর্ণ চাষী অনুভূতির আর্তনাদের শব্দ বুঝি নির্ঘুম চান্দ্রীয় শুভ্র পালঙ্কে বোবা ভাষার ছন্দ খুজি।

। শ্রাবণ শেষের প্রভাত বেলায় আমার অনুভূতির ছেড়া পাতায় আজ ও মায়ের কন্ঠে শুনি লালসবুজের ঘুম পাড়ানী গান ঝিঁঝিঁ আর ব্যঙ্গ এর কুজনে মুখরিত জোনাক জ্বলা সাঝেঁর বেলায় মায়ের কোলের মত সর্গ খুজি। । আমার ভাইয়ের রক্তে রন্জ্ঞিত ৫৬ হাজার বর্গ মাইলের স্বর্ণ। ।

নব চাষী মম চিত্ত ৫২'র সংসারে আমি ভৃত্ত তাধিন ধিন না নৃত্তে বিজয়ের ধ্বণী বাজিয়া উঠিল পিত্তে। । পিলে চমকায় আমার পিলে বঙ্গ মায়ের নিঃশব্দ ছন্দ অযতনে অবহেলায় পরিয়া আছে শুভ্র দিলে। । ১২.০৮.২০০৯ narayanganj ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।