আমাদের কথা খুঁজে নিন

   

ইচ্ছা কইরা গার্লফ্রেন্ডের (আমার জান্টুশ) বার্থডে ভুলে যাওয়ার ভান ধরাতে যা যা হলো...

এক সুময় ব্যান খাইতে চ্রম টেস্ট লাগতো, এখন খাইতে কিরাম যেন তিতা তিতা লাগে.. তাই খাওন ছাইড়া দিচি... গত ৩১/০১/২০১২ ছিল আমার জান্টুশেরে জন্মদিন। আমার কাছে ওর এইটা প্রথম জন্মদিন বলা চলে (মানে আমাদের রিলেশনের পর এইটা ওর প্রথম বার্থডে আর কি ) তো ভাবাভাবি কর্তেছিলাম যে কিভাবে ওকে সারপ্রাইজ দেয়া যায়। তো ব্লগারদের বুদ্ধি না নিলে কি আর হয়?? তাই এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বুদ্ধি নেয়ার জন্য ঢুকলাম সামুবাক্সে। ব্লগারদের সবোচ্চ পরামর্শে ওর জন্মদিনে এমন একটা ভাব ধরলাম যে আমি জন্মদিন টন্মদিন কিছুই জানিনা। ওর জন্মদিনের সকাল বেলাও ওর সাথে কথা হয়েছে কিন্তু ও নিজেও কিছুই বলে নাই আমিও না জানার ভান ধরে ছিলাম।

তবে বেচারী বেশ কিছুক্ষন চুপচাপ ছিল যে আমি বিশেষ কিছু বলি কিনা (হা হা হা)। ৩১ তারিখে ওকে ওর বন্ধুবান্ধব সহ প্রায় ২৫/৩০ জনের মত উইশ করছে। পরের দিন সারাদিন চলে গেলেও আমি কিছুই বলি নাই। ওকে ব্লগে যে প্রায় ৫০ জনের মত উইশ করছে (যা হবে এ পর্যন্ত ওর জীবনের সর্বোচ্চ পরিমান উইশ) তাও বলি নাই। গতকাল (১ তারিখ) রাত ১০ টার দিকে গল্পে গল্পে বলেই ফেলল যে ৩১ তারিখ রাত বারটা বাজার সাথে সাথে ও বোন নাকি ওকে ঘুম থেকে ডেকে তুলে ১০ টা চুমো দিছে।

তখন আমি ভান ধরে বললাম কেন এত রাতে চুমো কেন?? (তখন বেচারী ধীরে ধীরে বলেই ফেলল যে) ওদিন আমার জন্মদিন ছিলনা??? (আমি পুরাই আকাশ থেকে পড়ার ভান করলাম। ) তোমার জন্মদিন মানে...????? হ্যা ওদিন তো আমার জন্মদিন ও হ্যা তাইতো আমি তো ভুলেই গেছিলাম। (আমি তো ভাবছি এবারে আর নিস্তার নাই কিছু ডায়ালগ মনে হয় আমাকে শুনতেই হবে। ওমা??? একি! আমি যত দোষ নেয়ার চেষ্টা করি ও বলে যে) না না ঠিক আছে তুমি ব্যস্ত থাকোনা..?? ভুলে যেতেই পারো.. তাতে কি? সামনের বছর তো আবার আছে। মনের ভিতরে অনেক ভালো লাগলো এই ভেবে যে, নাহ জীবনে অন্তত একটা ভালো সঙ্গী পাবো মনে হয়।

মনে পড়ল আমার এক ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের জন্মদিন ভুবে যাবার কালো ইতিহাস.. শেষ পর্যন্ত ওদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। যাহোক আসলেও অনেক সারপ্রাইজড হয়েছে এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে। সাথে সাথে আমাকে আদরের সুরে একটু বকা দিয়ে বলছে.. তুমি যে কি...না.. এত যে ঢং করতে পারো তুমি...... সাথে সাথে আপনাদেরও বলি আপনার এই বুদ্ধি এ্যাপ্লাই করতে পারেন.. (সতর্কতাঃ আমার জান্টুশের মত রাগহীন গার্লফ্রেন্ড না হলে যদি অনাকাঙ্খীত ঘটনা ঘটে তাইলে কিন্তু আমি দায়ী না ) ব্লগার কক কে এক্সট্রা থ্যাংকস.. প্রথমে বুদ্ধিটা দেয়ার জন্য ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।