আমাদের কথা খুঁজে নিন

   

১ সপ্তাহ বিরতির পর মাঠে ফিরল ছাত্রলীগ !!!!!!!!

আবারও ছাত্রলীগের সন্ত্রাসী হামলা !!!!!! গত ২৪ জানু জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ২ গ্রুপের সংর্ষের পর ঠিক এক সপ্তাহের মাথায় আবারও দেশবাসিকে নিজেদের সাফল্যের(!!!) কাথা জানান দিল ছাত্রলীগ!!!! এবার বাকৃবি(বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়)তে ছাত্রলীগের নারকীয় হামলার শিকার হল ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। ছবি: আহত অবস্হায় বাকৃবি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সোবহান। হলে সিট দখলে বাধা দেওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদকসহ পাঁচজন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে ছাত্র ইউনিয়নের অফিসে বুধবার বিকালে এ হামলা হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে ছয়মাসের জন্য বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।

এরা হলেন মৎস্য বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র জাকারিয়া এবং কৃষি অনুষদের ২য় বর্ষের ছাত্র নাঈম। রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম এ সালাম দুই ছাত্রকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তিনি বলেছিলেন, “ঘটনাটি অনাকাক্সিক্ষত। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি আলোচনায় বসেছে। হামলাকারীদের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।

” যদিও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এর সাংগঠনিক সম্পাদক হাসান তারেক জানান "আমরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট নই। আমরা এই ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ সন্ত্রাসীদের আজীবন বহিষ্কার দাবি করছি। " গুরুতর আহত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক সোবাহান ও সাবেক সাধারণ সম্পাদক শামীম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিজিৎ বসু, বাপ্পী ও শ্রীদাম পালকে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ সমর্থকরা হকিস্টিক, রড, রামদা ও লাঠিসোঠা নিয়ে ছাত্র ইউনিয়ন অফিসে হামলা চালায়।

এতে সোবাহানের মাথা ফেটে যায় এবং শামীম মিয়ার হাত ও পায়ে রামদার আঘাত লাগে। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের নাজমুল আহসান হলের ছাত্র ইউনিয়নের এক কর্মীর কক্ষে ছাত্রলীগের নেতারা নতুন এক শিক্ষাথীকে উঠিয়ে দিতে গেলে সোমবার সন্ধ্যায় দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপর মঙ্গলবার মধ্যরাতে আবার উত্তেজনার সৃষ্টি হয়। বিরোধ মীমাংসার জন্য বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টাকে নিয়ে উভয় সংগঠনের নেতাদের সঙ্গে তিনি আলোচনায় বসেন জানিয়ে অধ্যাপক এম এ সালাম বলেন, এসময় আর কোনো সমস্যা হবে না বলে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীদের আশ্বাস দেন ছাত্রলীগ নেতারা।

কিন্তু বিকাল ৪টার দিকে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা জব্বার মোড়ে দলীয় কার্যালয়ে জরুরি সভায় বসলে হঠাৎ করে নাজমুল আহসান হল শাখা ছাত্রলীগের জাকারিয়া, নাঈম, সায়েম, আহাদ, সোহান, মামুন, রানাসহ ১০ থেকে ১২ জন হকিস্টিক, রড, রামদাসহ লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এইদিকে এই ঘটনায় সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ এবং পরে প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ মিছিল করে। আগামীকাল(২ জানু) ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদ এই হামলার প্রতিবাদ জানিয়ে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের সিদ্ধান্ত নিয়েছে । একই সাথে কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। এছাড়া ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অবস্থিত কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক হাসান তারেক জানান কাল দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং বিকেল ৫টায় ময়মনসিংহ শহরে প্রগতিশীল ছাত্রজোট মিছিল আহবান করেছে।

বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের এই মিছিলে অংশ নেয়ার আহবান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন এবং প্রগতিশীল ছাত্র জোট , জবি শাখার পক্ষ থেকেও আগামী কাল(২ জানু) দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়া হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।