আমাদের কথা খুঁজে নিন

   

এমন করে ভালবাসিস কেন রে?

তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে অনেক দিন তোকে নিয়ে কিছু লিখি না ! আজ লিখব আর কাঁদবো তোকে তো বিশন ভালবাসি ! হয়তো বলতে পারি না ! আমার মায়ের পরে যে মানুষটি আমার সবচেয়ে আপন জন, সেই আপনজন হচ্ছিস তুই ! জানিস ? আমি না তোর ভালবাসায়...পূর্ণতা পেয়েছি ! এমন করে ভালবাসিস কেন রে? কত CARE নেস তুই আমার ! আমি আসলে অনেক LUCKY ! তোর মতো একজনের মন জয় করতে পেরেছি ♥ ও আমার সুখ দুঃখের সাথি তুই অনেক ভাল থাকিস ! যেখানে'ই থাকিস, সব সময় আমাকে তোর অন্ততরে রাখিস ! বল রাখবি তো? হু এই যে আমি তোর জন্য , কাঁদছি , আবার হাসছি ! এটাই আমার সুখ এটাই হচ্ছে আমার ভালবাসা ♥

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।