Nothing goes unpaid কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ'র মাজারে তার সমাধি ফলকে এখনও বাংলায় লিখা জন্ম ও মৃত্যু তারিখ। জিন্নাহ মরে গিয়ে বেচে গেছে ।সে জানেনা তার দ্বিজাতিতত্ত্বের আগুন আস্তে আস্তে আজ কত ভয়াবহ আকার ধারন করেছে এই উপমহাদেশে! কয়েকটা বোনাস ছবি.... জিন্নার মাজার। একটা ঝড়ের পরের আকাশ।কে বলবে একটু আগেই এখানে ছিল নরকের তান্ডব!!! "হক'স বে"।বেলুচিস্তান সীমান্তে অবস্তিত। এই সমুদ্র সৈকত ত্যাগ করার এক ঘন্টা পরেই বোমা হামলায় চার জন মারা যায়।আহ !অল্পের জন্য বেচে গেছি ভয়ংকর নীল!!!ভালবাসা আর সর্বনাশার এক অপূর্ব সমাহার। যেন নারী! জন্মের পর থেকে যে দেশটাকে ঘৃণা করি সেই দেশেই হল কিনা আমার প্রথম বন্দর!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।