http://rmpalash.blogspot.com/ একবার মাত্র তোমাকে কাদিয়েছিলাম
তারপরে আমি আর হাসতে পারিনি
জীবনের সব হাসিগুলো একেএকে ঝরে পড়েছে
শীতের শুকনো পাতার মত
তুষারপাতের শ্বেতশুভ্র তুষারের মত
কিংবা
কিশোরির ফর্সা গালে দাগ রেখে যাওয়া
অশ্রুর ফোটার মত
বিরতিহীন নিঃশব্দে ক্রমাগত। ।
তোমার গোলাপী গালের লালা আভা একবারই দেখেছিলাম
তারপরেই গোধুলী সূর্য্য বর্ণহীন ধুসর হয়ে গেল।
সূর্যাস্ত এখন পানষে মনে হয়
বার বার পড়া বইয়ের মত
অনেক শোনা প্রিয় গানের মত
চ্যানেল ঘুরিয়ে হিন্দী সিরিয়ালের ঝগড়া দেখার মত
বৈচিত্রহীন একঘেয়ে অনাকাংক্ষিত। ।
একবারই জীবনে ভালবেসেছিলাম
তারপরে ভালবাসতে ভুলে গেছি।
স্বর্গের মেনকা উর্বসী
উদ্যানলতা শকুন্তলে
ট্রয়ের হেলেন কিংবা মিসরের ক্লিওপেটরা
হালের কিডম্যান, ডিয়াজ আর আলবা
ভালবাসতে এখন বড় ক্লান্তি লাগে।
আশাহীন এলোমেলো বিক্ষিপ্ত। ।
---- পলাশ মিজানুর রহমান
৩০ জানুয়ারি, ২০১২
রাত সাড়ে বারোটা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।