আমাদের কথা খুঁজে নিন

   

যে কোন pdf কে HTML এ রুপান্তর করুন খুব সহজে!

নতুন কিছু জানতে ও জানাতে ভাল লাগে। মানবাধিকার নিয়ে কাজ করার অনেক ইচ্ছা। আজ আমি আপনাদের জন্য এমন একটি সফটওয়ার উপহার দিচ্ছি যা দিয়ে আপনি আপনার যে কোন pdf ফাইল কে সহজেই HTML এ রুপান্তর করতে পারবেন। তাহলে চলুন কি ভাবে করতে হয় তা দেখা যাক- এটা একে বারে সোজা প্রথমে আপনি http://www.pchelplinebd.com/?p=36380 এখান থেকে মাত্র 1.63 মেগা বাইটের ছোট সফটওয়ার টি ডাউনলোড করে আপনার পিসি তে ইন্সটল করুন ও রান করুন। এবার যে pdf কে ...H...TML করতে চান সেটিকে ড্রাগ করে এর উপরে ছেড়ে দিন তাহলে দেখবেন সেই pdf এর নামে একটি ফোল্ডার তৈরী হয়েছে। এখন এই ফোল্ডারের মধ্যে ঢুকে index.html ফাইল টিকে যে কোন ব্রাউজার দিয়ে ওপেন করুন। বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।