আমাদের কথা খুঁজে নিন

   

আ বিউটিফুল মাইন্ড এবং ন্যাশ ইকুইলিব্রিয়াম

আ বিউটিফুল মাইন্ড মুভিটি যারা দেখেছেন বা জীবনের কোন পর্যায়ে যারা গেম থিওরী পড়েছেন তাদের কাছে জন ন্যাশ নিশ্চয় অপরিচিত নাম নয়। জন ন্যাশ একজন গনিতবিদ যিনি গেম থিওরীতে অবদানের কারনে অর্থনীতিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন ১৯৯৪ সালে। ন্যাশ ইকুইলিব্রিয়াম এর ধারনা তারই দেয়া যা এখনো গেম থিওরীর প্রধান তাত্বিক ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। ক্যারিয়ারের শুরুতেই সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হয়ে মেধার সবটুকু কাজে লাগাতে না পারা ন্যাশের একাডেমিক আর ব্যক্তিগত জীবনের অনেক কিছু উঠে এসেছে আ বিউটিফুল মাইন্ড ছবিটিতে। ছবির বানিজ্যিক স্বার্থে কিছু পরিবর্তন ও করা হয়েছে স্বাভাবিকভাবেই।

মজার ব্যাপার হচ্ছে, মুভিতে যে দৃশ্যে ন্যাশ ইকুইলিব্রিয়াম এর ধারনা দেয়া হয়েছে সেটা আদৌ ন্যাশ ইকুইলিব্রিয়াম নয়। দৃশ্যটা এরকম। ন্যাশ আর তার তিন বন্ধু বারে গেছে। তাদের সবার চোখ চলে গেল এক কোনায় দাঁড়িয়ে থাকা পাঁচটি মেয়ের দিকে। সবাই সুন্দরী, তবে সোনালী চুলের মেয়েটি "সেইরকম" (এই শব্দটি নতুন শেখা)।

বাকি চারজনের চুল বাদামী। সবাই স্বর্নকেশীর সাথে নাচতে চায়। সবাই যদি তার ব্যক্তিস্বার্থের কথা চিন্তা করে আলাদাভাবে তাহলে সবাই স্বর্নকেশীকে নাচের প্রস্তাব করবে। এডাম স্মিথের থিওরী অনুযায়ী এভাবে প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে ভাল ফলাফলটি বের হয়ে আসার কথা। হঠাত ন্যাশের মনে হল, এডাম স্মিথ ভুল! প্রতিযোগিতার মাধ্যমে সবচেয়ে ভাল ফল আসবে না।

সবাই যদি স্বর্নকেশীকে প্রস্তাব করে বসে তাহলে কেউই তার সাথে নাচতে পারবে না কারন তারা একজন তখন আরেকজনকে ব্লক করবে । তখন তারা যাবে বাকি বাদামী চুলদের কাছে। ওরাও তখন নাচতে রাজি হবেনা ইগোর কারনে। কেউই দ্বিতীয় পছন্দ হতে চায় না। তাহলে প্রতিযোগিতা করার ফলে সবাই ব্যর্থ হবে।

কিন্তু তারা যদি সিদ্ধান্ত নেয়ার সময় অন্যদের কথাও চিন্তা করে তাহলে বুঝতে পারবে স্বর্নকেশীকে প্রস্তাব করলে কাউকেই পাওয়া হবেনা। তাই তারা সবাই বাদামী চুলদের সাথে নাচার প্রস্তাব করবে। আর স্বর্নকেশী পাশে দাঁড়িয়ে থাকবে একা, সেইরকম সৌন্দর্য নিয়েও কোন অফার ছাড়াই। শুনতে যত কনভিন্সিং শোনাক না কেন, মুভির ন্যাশ এর সমাধান কিন্তু বাস্তবের ন্যাশ এর ইকুইলিব্রিয়াম নয়। সেটা দেখার জন্য প্রথমে ন্যাশ ইকুইলিব্রিয়াম কি সেটা একটু দেখে নেই একটা উদাহরন দিয়ে।

মনে করুন দুজন প্লেয়ার, রহিম আর করিম। দ্রুত হেঁটে যাওয়ার সময় করিডোরে সামনাসামনি হয়ে গেল। এতই সরু করিডোর যে একজন আরেকজনকে কাটিয়ে যেতে হলে একজনকে ডানে সরতে হবে, আরেকজনকে বামে। তাহলে একেকজনের দুটো করে স্ট্র্যাটেজি, "ডান" আর "বাম"। দুজনেই যদি বামদিকে অথবা দুজনেই যদি ডানদিকে সরে যায় তাহলে ধাক্কা লাগা নিশ্চিত।

তাহলে করিম যদি ডানদিকে যায়, রহিম বামে যেতে চাইবে। আবার করিম বামদিকে গেলে রহিম যেতে চাইবে ডানে। কিন্তু তারা এত দ্রুত আসছে যে, আরেকজন কি করছে সেটা দেখার আগেই সিদ্ধান্ত নিয়ে নিতে হবে কোনদিকে যাবে। মনে করুন তারা সিদ্ধান্ত নিল, রহিম গেল ডানে আর করিম গেল বামে। এটা ন্যাশ ইকুইলিব্রিয়াম হলো।

কারন করিম বামে গেলে রহিমের জন্য ডানে যাওয়া সবচেয়ে ভাল (বেস্ট রেস্পন্স), আবার রহিম ডানে গেলে করিমের বামে যাওয়া সবচেয়ে ভাল। আরেকটা ন্যাশ ইকুইলিব্রিয়াম হচ্ছে যেখানে রহিম বামে আর করিম ডানে যাবে। এই দুই ক্ষেত্রেই আরেকজনের স্ট্র্যাটেজির বিপরীতে একজন প্লেয়ার তার স্ট্র্যাটেজি পরিবর্তন করতে চায় না। অন্যদিকে দুজনেই ডানে গেলে সেটা ন্যাশ ইকুইলিব্রিয়াম হবে না। কারন করিমের স্ট্র্যাটেজি যদি ডান হয়, তাহলে রহিমের বেস্ট রেস্পন্স ডান হয়, সে স্ট্র্যাটেজি পরিবর্তন করে বামে যেতে চাইবে।

তাহলে দুজন প্লেয়ারের জন্য ন্যাশ ইকুইলিব্রিয়ামের সংজ্ঞা এভাবে দেয়া যেতে পারে, "১ নং প্লেয়ারের স্ট্র্যাটেজি X এর বেস্ট রেস্পন্স যদি ২ নং প্লেয়ারের স্ট্র্যাটেজি Y হয়, এবং ২ নং প্লেয়ারের স্ট্র্যাটেজি Y এর বেস্ট রেস্পন্স যদি ১ নং প্লেয়ারের স্ট্র্যাটেজি X হয়, তাহলে (X,Y) কে ন্যাশ ইকুইলিব্রিয়াম বলা যায়"। দুইয়ের অধিক খেলোয়াড় থাকলেও একইরকম হবে, সেক্ষেত্রে প্রত্যেকে প্লেয়ার অন্য সকল প্লেয়ারের স্ট্র্যাটেজির বেস্ট রেস্পন্স খেলবে। এখন দেখি মুভিতে দেখানো সমাধান কোথায় ভুল। সেখানে দেখানো হচ্ছে সবার ইকুইলিব্রিয়াম স্ট্র্যাটেজি বাদামী চুলের সাথে নাচা। মনে করুন আপনি জন ন্যাশ।

আপনার তিন বন্ধুর স্ট্র্যাটেজি যদি হয় বাদামী চুলের সাথে নাচা, তাহলে আপনার বেস্ট রেস্পন্স কি? ভেবে দেখুন, ওরা যদি সবাই বাদামী চুলের সাথে নাচতে যায়, তাহলে আপনি স্বর্নকেশীকে প্রস্তাব করামাত্র রাজি হয়ে যাবে। আর সেইরকম সুন্দরীর সাথে নাচার সুযোগ কে হাতছাড়া করতে চায় বলুন। আপনার বন্ধুরা কি ঝামেলা করবে? না, তাদের কেউ যদি স্ট্র্যাটেজি পরিবর্তন করতে যায়, তাহলে আপনার সাথে তার প্রতিযোগিতা হবে, আপনারা একজন আরেকজনকে ব্লক করবেন, আর দুজনেই স্বর্নকেশীকে হারাবেন, আপনার বন্ধুটি বাদামী চুলকেও হারাবে। তাই আপনার বন্ধুরাও ঝামেলা করতে চাইবে না। তাহলে দেখা যাচ্ছে, জন ন্যাশ স্বর্নকেশীর সাথে, আর তিন বন্ধু তিন বাদামী চুলের সাথে নাচবে, এটা একটা ন্যাশ ইকুইলিব্রিয়াম।

এখানে আসলে ন্যাশের কোন বিশেষত্ব নেই, অন্য কোন বন্ধুর স্ট্র্যাটেজি যদি হয় স্বর্নকেশীর সাথে নাচা, আর ন্যাশ সহ অন্যদের স্ট্র্যাটেজি যদি হয় বাদামী চুলের সাথে নাচা তাহলে সেটাও ন্যাশ ইকুইলিব্রিয়াম হবে। মোটকথা, একজন স্বর্নকেশীর সাথে আর বাকি তিনজন তিন বাদামী চুলের সাথে নাচলেই সেটা ন্যাশ ইকুইলিব্রিয়াম হবে। কিন্তু মুভিতে যেমন দেখানো হয়েছে সবাই বাদামী চুলের সাথে নাচবে, সেটা কখনোই ন্যাশ ইকুইলিব্রিয়াম নয়। কারন, এক্ষেত্রে যেকোন একজন তার স্ট্র্যাটেজি পরিবর্তন করে স্বর্নকেশীর সাথে নাচলে অন্যরা সেটা ব্লক করবে না। তাই অন্তত একজন প্লেয়ার এক্ষেত্রে তার স্ট্র্যাটেজি পরিবর্তন করতে চাইবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।