আমাদের কথা খুঁজে নিন

   

ফেসবুকিয় আদবকেতা

আমি খুব ভীতু মনের এক মানুষ। মনুষের সাহস দেখলেই আশ্চর্য হই। চারপাশে বড়সড় কোন ঘটনার আভাস পেলেই ভয়ে লুকিয়ে পড়ি সবার আড়ালে। আর তখনই লুকানো অনেক কিছুই দেখতে পাই স্পষ্ট। আর সেই পরিপ্রেক্ষিতের কাহিনীটা সবার সামনে তুলে ধরার চেষ্টা করাটাই আমার একমাত্র দু:সাহস।

ফেসবুকটা একটা বড় জায়গা। এখানে যেমন আমার বন্ধু আছে তেমনি আছে আমার ভাই , আমার বোন , আমার শিক্ষক, আমার সিনিওর , আমার জুনিওর-- মোটকথা সবাই। আর ফেসবুকের নিয়ম অনুযায়ী কউ একটা পোস্ট করলে কিংবা কউ কারো পোস্টে কমেন্ট করলে এটা আমার বড়রা যেমন দেখবে , তেমনি ছোটরাও দেখবে। তাই এখানে সবসময়ই সতর্ক হওয়া চাই। আমি মজা করে আমার বন্ধুকে ছোট করার জন্যে তার পোস্টে কিংবা ছবিতে যদি ‍দৃস্টিকটু কোন কমেন্ট করি তাহলে এটা কিন্তু শুধু আমি আর আমার বন্ধুর মধ্যেই সীমাবদ্ধ থাকল না , আমার বন্ধুবৎসল রসিকতাটা কিন্তু ছেলে-বুড়ো সবাই দেখল - তাহলে বিষয়টা আর মজার তো রইল না বরং এমন একটা চরম অস্বস্থিকর অবস্থায় পৌছাল যে তখন আর কিছুই করার থাকে না।

এই কয়েকদিন আগে আমার এক বড় ভাই (তিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক) ওনার ওয়ালে একটা ছবি আপলোড করল। অনেকের পাশাপাশি আমিও ভাবলাম একটা কমেন্ট করি , তো কমেন্ট বক্সে গিয়ে দেখি উনার এক ঘনিস্ঠ বন্ধু আদর করে বড় অক্ষরে একটা কমেন্ট করে রেখেছে “PUMKIN”। মনে হয় উনাকে কিছুটা মোটা দেখাচ্ছিল বলেই কিনা এরকম রসিকতা নাকি অন্য কোন কারন তা বুঝতে না পারলেও বেচারা যে তার ছাত্র-ছাত্রীদের সামনে কি পরিমাণ অস্বস্থিতে পড়েছিল তা আন্দাজ করতে পেরেছিলাম কারন এর পরে তাকে আর কোন পোস্ট কেন ফেসবুকেই আর খুব একটা দেখিনি। আরেক বন্ধুর মা মারা যাওয়ায় ও নিজেই মৃত্যু সংবাদটা জানিয়ে ওর ওয়ালে একটা পোস্ট করল। আমি তাজ্জব হয়ে গেলাম যখন দেখি পোস্টটাতে অসংখ্য লাইক !!!!! লাইক মানে যদি পছন্দ করা হয় তাহলে কি যারা ওটাতে লাইক দিয়েছে তারা বন্ধুর মায়ের মৃত্যুটাকে পছন্দ করেছে? ইদানিং ফেসবুকে আরেকটা বিষয় খুব বেশি চোখে পড়ছে তা হল অন্য কোন ব্যাক্তিকে কিংবা কোন সংগঠনকে ছোট করার জন্যে আক্রমনাত্নক পোস্ট করা (এই প্রবনতাটা উঠতি রাজনীতিবিদদের মধ্যে একটু বেশি) ।

আমরা অনেকেই আছি যারা অন্যকে ছোট করার জন্যে এমন এমন দৃস্টিকটু পোস্ট কিংবা ছবি আপলোড করি যা কিনা আসলে আমার অজান্তে আমাকেই ছোট করছে। বিষয়টা একটু এভাবে চিন্তা করলে কেমন হয়- ধরুন কারও নগ্নতা দেখে ফেলে কউ যদি তাকে ছোট করার জন্য নিজে নগ্ন হয়ে জনসম্মুখে অন্যদেরকে দেখিয়ে বলে যে সে এইভাবে নগ্ন ছিল , তাহলে মানুষ নগ্ন কাকে দেখল ? আপনি জানেনও না আপনার প্রোফাইলের উপর আছে অসংখ্য সজাগ দৃষ্টি, ফেসবুকে আপনার প্রতিটা নড়াচড়া প্রত্যক্ষ করছে কিংবা প্রত্যক্ষ করার যোগ্যতা রাখে কোটি মানুষ। তাই বাস্তব আমি আর ফেসবুকের আমি আলাদা কউ নই। তাই সতর্ক সবসময়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।