স্বামী মারা যেতে না যেতেই হঠাৎ করেই বিয়ে করেন আসিফ নজরুলকে, আসিফের এইটা তিন নম্বর বিয়ে আর রোকেয়ার মনে হয় দুই। যাইহোক আসিফকে এখন বাচাতে রোকেয়া তার অভিনয় ইমেজ দিয়ে আসিফ নজরুলকে বাচাতেঁ চাইছে। সেই রকম স্বামীনুরাগী স্ত্রী। নিজের নৈতিকতা বাদ দিয়ে উঠে পড়ে লেগেছেন জামাই টাউটকে বাচাতে আর এখন বলছেন বিবেকের তাগিদে রাজনীতে এসেছেন। বিবেক আগেই কই ছিলো, আসিফকে তো কখনও বিপথ থেকে ফেরাননি। তাই এমন নীতি কথা বলে এসেছেন রাজনীতিতে। সারাদির রাজনীতি নিয়ে কুকথা বলা সুশীলদের চরিত্র কিন্তু নিজের আতেঁ লাগলে আবার ঝট করেই রাজনীতি। আসিখ নজরুলকে আড়াল করে তাকে বাচিয়ে রাখতেই এই রাজনীতিতে আসা। রোকেয়া প্রাচীর কাছ থেকে আমরা এইটা আশা করি নাই। আগে কেন তার বিবেক জাগ্রত হলো না, নাকি তখন তিনি অন্য ভবে ছিলেন? এদের কাছ থেকে আমরা কি শিখবো??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।