সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইউজার এখন ৮০০ মিলিয়নেরও বেশি৷ তাদের সদস্য এখন এতোই বেশি যে ফেসবুক কর্তৃপক্ষ নিজেরাই তাদের হিসাব মেলাতে পারে না৷ তাই কখনোই তারা ইউজার সংখ্যা, পোস্ট বা ছবির সংখ্যার কোনো হিসাব প্রকাশ করে না৷ তবে সমপ্রতি কয়েকটি গবেষণা সংস্থার জরিপ একত্রিত করে জানা গেছে ফেসবুকের কিছু জোর কিছু তথ্য ৷ জানা গেছে, যদি ফেসবুকে আপডেট হওয়া ইউজার পোস্ট প্রতিবছর অ্যানুয়াল রিপোর্ট আকারে প্রিন্ট ভার্সনে প্রকাশ করা হয় তাহলে সাড়ে ১১ বিলিয়ন অ৪ সাইজের কাগজ লাগবে এক বছরের পোস্ট প্রকাশের জন্য ৷ আর সেই কাগজের যোগান দিতে এক বছরেই প্রায় বৃক্ষহীন হয়ে যেত আমাদের বিশ্ব! আবার সেই পোস্টগুলো যদি কেউ পড়তে চায় তাহলে প্রতি পৃষ্ঠা পড়তে সময় লাগবে তিন মিনিট৷ সেই হিসাবে পুরো সাড়ে ১১ বিলিয়ন পেইজ পড়তে খরচ হবে ৫৭২ মিলিয়ন ঘণ্টা ৷ এখন কৌতুহল জাগতে পারে, সাড়ে ১১ বিলিয়ন কাগজ ঠিক কী পরিমান হতে পারে৷ সেই হিসাবও দিয়েছেন আইটি গবেষকরা৷ তারা জানিয়েছেন, সাড়ে ১১ বিলিয়ন অ৪ কাগজ দিয়ে পাঁচ লাখ 'অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি' বানানো যায়! আরো জানা গেছে, প্রতি বছর প্রায় ২৯২ বিলিয়ন পোস্ট আপডেট হয় ফেসবুকে৷ আর ছবি আপলোড করা হয় প্রতিদিন প্রায় ২৫০ মিলিয়ন৷ ফেসবুকে ৬২ শতাংশ ইউজার প্রতিদিন তাদের স্ট্যাটাস আপডেট করে, আর বাকিরা মাঝেমধ্যে চেষ্টা করে ফেসবুকে ঢোকার৷ বর্তমানে ৭০ টি ভাষায় চালানো যায় ফেসবুক, আপডেট করা যায় স্ট্যাটাস৷ কিন্তু সেই স্ট্যাটাস যদি কম্পিউটার পর্দা পর্যনত্মই সীমাবদ্ধ থাকে তবেই ভালো ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।