আমাদের কথা খুঁজে নিন

   

হায় রে নুর হোসেন

মনে পরে আপনাদের 10 November 1987 নুর হোসেন এর কথা?????? সে যদি আজ এদেশ কে দেখতো.... তাহলে বোধহ্য় লজ্জায় মাথা নিচু করে ফেলতো..... যেখানে গণতন্ত্র এর নামে মানুষের টুটি চেপে ধরা হচ্ছে,,, মানুষ আজ কোন বিরদ্ধে কথা বললে্ই হয়ে যাচ্ছে রাষ্ট্রদ্রোহী.........!!!!!!! হায়রে নুর হোসেন........ কি দরকার ছিল একটি মা্য়ের বুক খালি করার?????? মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে এ দেশের জন্যই কি আমাদের বাবা মা ভাই রা যুদ্ধ করেছিল?? এ দেশ টা কি আমাদের???????!!!!!!!!!! নাকি অন্য কারো ফ্যমিলির সম্পত্তি!!!!!!!! যেখানে আজ পর্যন্ত কোন যুদ্ধাপরাধীর বিচার হয়নি.... এখন হচ্ছে শুধু বিচারের নামে কোন এক নাটক!!!!!!!!!!!!!!!! আর দেশের সীমানা!!!!!!! সেটা তো হচ্ছে অন্য কোন দেশের সম্পত্তি!!!!!!!!!! তাই না??????????

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।