আমাদের কথা খুঁজে নিন

   

ধান শালিকের দেশে

এ জগতে তাই যত কিছু পায় তৃপ্তি আমার নাই অন্যের ধন দেখে কেন আমি করি শুধু হায়হায়! আমার এই ভাললাগা ধান শালিকের দেশে সবুজ দেখে অবুঝ মনে বেড়ায় হেসে হেসে। শরৎ কলের ফুলগুলো সব শিশির জলে ধোয়া আমার মনের মানস পটে রং তুলিতে ছোয়া। শঙ্খচিলের ডানায় ভেসে স্বপ্নে উড়ে উড়ে মন ছুটে যায় বাংলা মায়ের রুপক কথার ঘরে। আমায় যেতে দাও না আমার ছোট্ট সোনার গাঁয় এমন সোনার দেশটি বুঝি আর কোথাও নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।