আমি ভেবে দেখলাম ফেইসবুক প্রতিষ্ঠার পর কোটি কোটি একাউন্ট খোলা হয়েছে , এসব একাউন্ট হোল্ডারদের অনেকেই আজ বেঁচে নেই । অথচ তাদের প্রফাইল ঠিকই আছে , কত অচেনা লোকেরা হয়ত বা ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠিয়েছে , কত ভর্চুয়াল ফ্রেন্ডছিল , তাদের কমেন্ট আর লাইকে তার স্টাটাস টাও জমে উঠত । আজ কত দিন কিনা তার স্টাটাস আপডেট হয়নি , তার এসব ভার্চুয়াল ফ্রেন্ডরা হয়তবা ভেবেছে যে সে কোন ব্যাস্ততায় ফেসবুকে লগইন করার সুজগ পায়নি . . . তারা এখন নতুন নতুন ফ্রেন্ড , তাদের স্টাটাস ,কমেন্ট , পেইজ লাইক করা , চ্যাটিং করা ইত্যাদি গুরুত্ব পূর্ণ কাজে ব্যাস্ত . . . হয়তবা দু একজন মাঝে মাঝে তার ওয়ালে একটু ঢুমেরে যায় । কিন্তু কেউ বুঝতে পারল না যে তাদের এ বন্ধুটি আর তাদের মাঝে ফিরে আসবে না । যে কিনা একটু মন খারাপ হলেও স্টাটাসে জানাত , কোথাও ঘুরতে গেলেও স্টাটাসে তা শেয়ার করত . . . কিন্তু মৃত্যুর আগেতো আর স্টাটাসে জানাতে পারেনি . . . আমারও তো ঠিক একই অবস্থা হবে হয়তবা এই ব্লগে কেউ গুগলে সার্চ করে ভুলে এসে পরবে কিন্তু থাকবনা দেখবনা আর অনুভবও করবনা . . . আসলে দুনিয়ার সুখ তো সুখ নয় আর দুনিয়ার দুঃখও নয় , আসল সুখতো মুমিনের জন্য জান্নাতে আর আর আসল দুঃখ তো গুনাহগারদের জন্য জাহানামে , তাই আসুন আমাদের জজবার এক্বিন সহি করি এবং দুনিয়া মূখি দিলকে আখেরাত মূখি করি আর মাল মূখি জজবাকে অর্থত্ আগ্রহকে আমল মূখি করি । আল্লাহ আমাকে হেদায়াত দান করুন । আমিন ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।