আমাদের কথা খুঁজে নিন

   

3D তে লেখা programmer

এই আমি খুব খারাপ ! নাম দেখে টাস্কি খাইয়েন না। এই টা আমার কম্পিটারের 3D তে আমি নিজে লিখে রাখছি। কেমনে কেমন জানি cse(computer science and engineering) এ ভর্তি হইলাম। এমনেই এই সম্পর্কিত জ্ঞান খুব কম ছিল। আর ডিপার্টমেন্টের সাবজেক্টে খুব ভাল পারফর্ম করতে পারতাম না।

সো,কোডিং কে বেশি পাত্তা দিতাম না । কিন্তু আমার ভাবনায় পরিবর্তন আনলো কে জানেন?? এই সামু ব্লগ এই জন্য আমি সামুর সকল কলা কৌশুলী এবং বিশেষ করে সকল ব্লগার দের কে অনেক অনেক ভালোবাসা জানাই। এখন নিজেকে প্রোগ্রামার বলতে লজ্জা পাই না। এই ব্লগের যাদের পোস্ট পড়ে আমার চিন্তা ভাবনার অনেক উন্নতি হইছে তাদের কথা না বললেই না যদিও তাদের সংখ্যা অনেক। যেমন- রাগিব (ভাই),বিলাশ বিডি(ভাই),নাফিস ইফতেখার (ভাই)এবং আর ও অনেকে(ভাই + আপি)।

আমরা চাইলে আমাদের ব্রেইনকে যে কোন দিকে ডেভেলাপ করতে পারি। এখন কোডিং করতে খুব ভালো লাগে। আর একটা কথা বলতে হবে আমি টেকটিন্সের লিঙ্ক এখান থেকেই পাইছিলাম। আর ও ভালো লাগে ব্লগাররা যখন নতুন অথবা পুরোন গান শেয়ার করে,ছবি শেয়ার করে এই ক্ষেত্রে যাদের কথা না বললে আমার গুনাহ্‌ হবে তারা হলেন -ফয়সাল অভি,দ্বীপ,সিনেমাখোর এবং আর ও অনেকে যাদের নাম এই মুহুর্তে মনে পরছে না। আবার আর ও ভাল কথা এরা অনেকেই আমার ফেসবুক ফ্রেন্ড।

কিন্তু তখন খারাপ লাগে যখন ব্লগে ঝগড়া ঝাটি হয়। আবার আমরা সকলেই এক হয়ে কোন কিছু প্রতিবাদ করি তখন বেশ ভাল লাগে। আমাদের প্রত্যেকের উচিত ব্লগ ব্যবহার করা,আমাদের বন্ধু-বান্ধব দের ও এর সাথে পরিচয় করিয়ে দেয়া উচিত। আমিতো আমার বেশ কয়েকজন বন্ধু দের এই ব্লগের কথা বলছি তারা নিজেদের নিক ও খুলছে। ইচ্ছা ছিল আজকে কোডিং কিছু লিখব কিন্তু তা অন্যদিন।

আমি ও মৌলিক পোস্ট করব। আজকে ফেসবুকে একটা গান শেয়ার করেছিল কেউ একজন গানটা জটিল আপনাদের জন্য এই গান টার লিঙ্ক শেয়ার করলাম। বি.দ্র. আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আর এখন কমেন্ট করতেও অনেক ভালো লাগে অন্য ব্লগারের পোস্ট টে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।