ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ কতই বা বয়স হবে তার!
হয়তো সতের করছে পার!
এই বয়সে কোথায় বন্ধুদের নিয়ে ছুটোছুটি, খুনসুটি
কিংবা ফেসবুকে জম্পেশ আড্ডা
অথবা এয়ারটেলে বন্ধু-আড্ডা!
কিছুই করা হয়ে ওঠেনা আর
সেই বয়সে রয়েছে সে শুয়ে,
মা রেখেছেন আঁচল দিয়ে আড়ালে,
ভয়, যদি খোকা পালিয়ে যায়! তাকে একলা ফেলে!
কখনো ঘরের ছাদে শূন্য দৃষ্টি মেলে চেয়ে থাকে
হয়তো ছাদ ভেদে আকাশটাকে কাছে ডাকে।
কতকাল সে দেখেনি আকাশ, মেঘের ছুটোছুটি
জোছনার সাথে কথা বলেনি আপন মনে।
আজ শুধু প্রহর গোনা, নিঃশব্দে চেয়ে থাকা
এক টুকরো ঘরের সিলিঙে!
তারেক, ১৭ বছরের কিশোর। ঢাকা কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। দুরাোগ্য বোন ক্যান্সারে আক্রান্ত।
ব্যয় বহুল এই চিকিৎসায় ৪০ লাখ টাকার মত প্রয়োজন। তারেকের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এতো টাকা খরচ করা সম্ভব নয়। তাই আজ তারেক শূন্য দৃষ্টি মেলে তাকিয়ে আছে ভয়াবহ সেই দিনটির অপেক্ষায়। আমরা সামু ব্লগাররা যদি ৪০ টাকা করেও দেই, তো এই কিশোর ফিরে পাবে নব জীবন। মায়ের বুক ও খালি হবে না বাবাও স্বপ্ন ছাড়া হবে না।
এসো বন্ধুরা, আমরা তারেকের পাশে দাড়াই। ভালোবাসায় ভরপুর দু হাত প্রসারিত করি তার দিকে।
Bank account number:
1506201807961001
Brac Bank, Dhaka.
For details, plz call-
01674777830 - Emran ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।