আমাদের কথা খুঁজে নিন

   

গীতাঞ্জলি-২

দৌড়াও! জীবনের জন্য দৌড়াও! ||৭৬|| সভা যখন ভাংবে তখন শেষের গান কি যাব গেয়ে। হয়তো তখন কন্ঠহারা মুখের পানে রব চেয়ে। এখনো যে সুর লাগে নি বাজবে কি আর সেই রাগিণী, প্রেমের ব্যাথা সোনার তানে সন্ধ্যাগগন ফেলবে ছেয়ে? এতদিন যে সেধেছি সুর দিনে রাতে আপন-মনে ভাগ্যে যদি সেই সাধনা সমাপ্ত হয় এই জীবনে- এ জনমের পূর্ণ বাণী মানসবনের পদ্মখানি ভাসাব শেষ সাগর পানে বিশ্বগানের ধারা বেয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।