আমাদের কথা খুঁজে নিন

   

সময় প্রবাহ; আমাদের টিকে থাকা।

মাটি ও মানুষের বন্দনায়... থেমে থাকে না কিছুই। সময় ভেসে যায় প্রবাহের স্রোতে। সময়ের প্রবাহে স্থির থাকা মানেই নিজেকে বেমানান করে তোলা। সময় অনুপগোগী হয়ে গেলে তাল মেলে না কিছুই। বেতাল সুর অশ্রাব্য।

শুধু অশ্রাব্যতাই শেষ নয়, বেতাল সুর সমগ্র সুর-তাল-লয় কে অস্থির করে তোলে। ভুলে গেলে চলবে না, পদত্যাগ করতে হয়েছে জেরি ইয়াং (Jerry Yang) কে। তিনি জনপ্রিয় ইয়াহুর প্রতিষ্ঠাতাদের একজন। বিশ্লেষকরা মনে করছেন- তিনি সময়ের সঙ্গে তাল মিলাতে পারছিলেন না। সিদ্ধান্ত নিতে বিলম্ব করে ফেলতেন।

’সিদ্ধান্তহীনতায় কালক্ষেপণ’ প্রতিযোগিতা থেকে ছিটকে ফেলে দেয়। মানসিকতাকে দূর্বল করে দেয়। চূড়ান্ত পরিনামে জন্ম দেয় ভঙ্গুর মানসিকতা। পেছনের সারিতে নিয়ে আসে। এ অমোঘ সত্য।

অমোঘ সত্য অলংঘনীয়। আমাদের চাওয়া- না চাওয়া তুচ্ছ অমোঘ অবিসংবাদিত সত্যের সামনে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।