আমাদের কথা খুঁজে নিন

   

Windows Dreamscene. টেঁকি পোষ্ট ।

আমার ব্লগে মন্তব্য আবশ্যক যারা Windows Dreamscene ব্যাবহার করতে চান বা জানতে চান, এই পোষ্ট শুধু মাত্র তাদের জন্য। Windows Dreamscene হল আপনার পছন্দ মত যেকোনো ভিডিও কে Desktop background দেয়া। অর্থাৎ Windows Dreamscene ব্যাবহার করে আপনি যেকোনো ভিডিও কে আপনার পিসির Desktop background এ দিতে পারবেন। এমনকি ভিডিওর সাউন্ড সহ। Windows Dreamscen ব্যাবহার করতে হলে আপনাকে Windows 7 ব্যাবহার কারী হতে হবে।

এখন আসুন জেনে নি কিভাবে Windows Dreamscene ব্যবহার করবেন। প্রথমে এখান থেকে রার ফাইল টা download করুন। extract করলে ভেতরে ২ টা ফাইল আছে। ১ টা install করার ফাইল এবং অন্যটা ভিডিও ফাইল। ১ম কাজঃ- installDreamscene এ ডাবল ক্লিক করুন।

এই রকম আসবে। any key press করে ইন্সটল কমপ্লিট করুন। ২য় কাজঃ- ঐ ফোল্ডারে একটা ভিডিও আছে। ভিডিও টা তে রাইট বাটন ক্লিক করে set as Desktop Background সিলেক্ট করুন। এবার দেখুন, ভিডিও টি আপনার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এ চলতেছে কিনা।

এখানে শুধু মাত্র .wmv ফরমেট এর ভিডিও ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এ চলবে। তবে আপনি আপনার পছন্দ মত ভিডিও চালাতে চাইলে তা কনভার্ট করে নিন। ভিডিও তে সাউন্ড দিতে ছবি টি লক্ষ করুন। আশা করি আপনারা পারবেন। পোষ্ট টি মশার কামড়ের জন্য ভাল করে সাজাইতে পারি নাই।

। এটি আমার প্রথম টেঁকি পোষ্ট। সুতরাং......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.