আমাদের কথা খুঁজে নিন

   

ভুল চিকিৎসায় ব্যবসায়ীর মৃত্যু ডা. ফাতেমার দাপট: প্রথম আলো আমার পক্ষে

নিজের ভুল চিকিৎসায় এক ব্যবসায়ীর মৃত্যুর পর এবার দৈনিক প্রথম আলোর দাপট দেখিয়ে মৃতের পরিবারকে হুমকি ধমকি দিচ্ছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ফাতেমা বেগম। ফাতেমার ভুল চিকিৎসায় শুক্রবার রাতে রাজধানীর ইউনাইডেট হাসপাতালে মৃত্যু হয় স্বনামধন্য চিকিৎসক ড. আমিনুর রহমানের ছেলে ও ব্যবসায়ী মহিবুর রহমান অপু (৪৭)র। খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমা দৈনিক প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হকের বোন এবং তার দাপট দেখিয়েই তিনি মৃত অপুর স্বজনদের হুমকি দিয়ে বলেছেন, ‘সাংবাদিকরা আমার কি করবে? আমি আনিসুল হকের বোন, প্রথম আলো আমার পক্ষে। ’ তিনি নিহতের স্বজনদের আরো বলেন, ‘কোনো ভেজাল করবেন না। হাসপাতালের পাওনা দিয়ে লাশ নিয়ে যান।

’ ইউনাইটেড হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ সঞ্জয় মজুমদার ডা. ফাতেমার পক্ষ থেকে বিষয়টি উপস্থিত স্বজনদের বলেন। তবে ঘটনার পর থেকে ডা. ফাতেমা সাংবাদিকদের সামনে উপস্থিত হননি। তিনি হাসপাতালের কোনো এক জায়গা থেকে সঞ্জয় মজুমদারের মাধ্যমেই কথা বলছেন। এ ব্যাপারে বাংলানিউজের পক্ষ থেকে সঞ্জয় মজুমদারের মাধ্যমে ডা. ফাতেমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। ডা. ফাতেমা প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হকের কেমন বোন প্রশ্ন করা হলে সঞ্জয় মজুমদার বাংলানিউজকে বলেন, তিনি আনিসুল হকের আপন বোন।

এদিকে মৃত অপুর স্বজনরা জানান, ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক কনসালটেন্ট ডা. ফাতেমার ভুল চিকিৎসায় শুক্রবার রাতে মারা যান ব্যবসায়ী মহিবুর রহমান অপু । অপুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ডা. ফাতেমার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এখানে উল্লেখ্য, এর আগে এই ডা. ফাতেমার অবহেলায় অকালে মৃত্যুবরণ করেন জনপ্রিয় চিত্রনায়ক এসএম আসলাম তালুকদার মান্না। ওই ঘটনায়ও ফাতেমাসহ ৬ চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা বিচারাধীন রয়েছে। অপুর পরিবার জানায়, বুধবার অপুর হার্ট অ্যাটাক হলে ইউনাইডেট হাসপাতালে খবর দেওয়া হয়।

পরে অ্যাম্বুলেন্সে করে বিকেল সাড়ে ৪টায় ডা. ফাতেমা বেগমের তত্ত্বাবধায়নে তাকে ভর্তি করা হয়। এরপর বিকেল সাড়ে ৫টায় এক ঘণ্টার মধ্যেই তার হার্টে রিং পরান ডা. ফাতেমা। অপুর স্ত্রী রওনক জাহান মিষ্টির বরাত দিয়ে তার বোন বাসসের সাংবাদিক অজন্তা বাংলানিউজকে জানান, অপুকে ইউনাটেড হাসপাতালে নেওয়ার পর ডা. ফাতেমা তার চিকিৎসার দায়িত্ব নেন। এক পর্যায়ে তিনি রওনক জাহানকে বলেন, ‘এ বিষয়ে কাউকে বলতে হবে না। আমি তোমার মায়ের মতো।

আমার ওপর ভরসা রাখো। বেশি লোক জানানোর দরকার নেই, তারা চিকিৎসায় সমস্যা করে। এখনই তাকে রিং পরাতে হবে। আমেরিকান রিংয়ের দাম ২ লাখ টাকা। ’ এসব বলে তিনি তাড়াহুড়া করে এক ঘণ্টার মধ্যেই রিং পরিয়ে ফেলেন।

পরদিন অপুকে স্যুপ খেতে দেওয়া হয়। এতে রাতে তার প্রচণ্ড খিঁচুনি হয়। বিষয়টি ডাক্তারকে জানানো হলে তিনি তাতে সামান্য কর্ণপাতও করেননি। Click This Link অজান্তা বলেন, ‘শুক্রবার রাতে রোগীর অবস্থা গুরুতর হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। পরে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

’ তিনি আরো বলেন, ‘এটাই ছিল দুলাভাইয়ের প্রথম স্ট্রোক। তাছাড়া তার হার্টে মাত্র একটি ব্লক পাওয়া গেছে। ’ এ ঘটনায় ওই হাসপাতালের কার্ডিয়াক সার্জারি স্পেশালিস্ট ডা. জাহাঙ্গীর কবির উপস্থিত স্বজনদের বলেন, ‘অনেক রোগীর হার্টে রিং পরানো হলেও ধারণ ক্ষমতা না থাকায় এরকম ঘটনা ঘটতে পারে। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।