আমাদের কথা খুঁজে নিন

   

নীল রঙের কষ্ট

কষ্টগুলোকে একটি নীল রঙের খামে পুরে পোষ্ট করেছিলাম নীলাকাশের ঠিকানায়। নীলাকাশ সেই ডাক নিতে অস্বীকার করে ঝঞ্ঝা-বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। অনেক কষ্ট পেয়ে, কষ্টগুলোকে ভুলে যেতে নীল ছবির নেশায় মেতেছিলাম। ভেতরের পশুটা জেগে উঠলে, নারীর সওয়ার হয়েছিলাম। ব্যাথাতুর নারী পশুটাকে বধ করতে পারেনি।

কবিরাজ বলেছিল, ওর গলায় নীলকন্ঠের হার পড়িয়ে দিও। নীলকন্ঠের হারের খোঁজে দরজা খুলে বেরোতে যাবার মূহুর্তেই ডাকপিয়ন এসে হাজির। ফ্যাকাশে আকাশের নীচে তার চিঠির ব্যাগ থেকে হাতরে বের করে একটি ভেজা বিবর্ণ খাম। আমি খামটা হাতে নিয়ে খুলে দেখি, সেই চিঠিটা! কষ্টগুলো খামের নীল বর্ণ শুষে নিয়ে নীলাভ বর্ণ ধারণ করেছে। সেই থেকে কষ্টের রঙ নীল।

তাই আমরা কষ্টগুলোকে সযতনে বুকে ধারণ করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।