আমাদের কথা খুঁজে নিন

   

আহা! পিজা হাট!!

প্রতিনিয়ত নতুন করে চিনছি নিজেকে, চারপাশের সবাইকে... মাসের শেষ, শুক্রবার, ছুটির দিন। সাঁঝের বেলা, আলোআঁধারি চকচকে সব, নীট এন্ড ক্লীন। পিজা হাট, ‘ওয়েলকাম স্যার্’, মেনু বুকটা ধরিয়ে দিয়ে, ‘কী দিবেন অর্ডার?’ এ পেজ ও পেজ হাতরে বেড়াই, খাবার হরেক, প্রাইস রেট হাই! অবশেষে ডেকে, এই যে ভাই, এটা দেনতো এক পিস, ‘স্যার, কী দিব ড্রিঙ্কস?! সঙ্গিনী বলেন, ঠান্ডা জুস চাই আমার, ‘স্যার, আর আপনার?’ আচ্ছা ঠিকাছে, মিনারেল ওয়াটার! অবশেষে, আধভরা পেট, শূণ্য ওয়ালেট, আমার ভারাক্রান্ত মন, কিন্তু খুশি পাশের জন!! আহা! স্বার্থক মোর, পিজা হাট গমণ!!! মনে মনে ভাবি, মাসের বাকী আরো কয়টা দিন, চালিয়ে নেব, হয়ত বাড়বে আরো কিছু ঋণ!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।