আমাদের কথা খুঁজে নিন

   

দুই কোটি টাকার পুরস্কার পেলেন বাংলাদেশের চিকিৎসক আ স ম আমজাদ হোসেন

শিশুদের জীবন রক্ষাকারী টিকা দেওয়ার ক্ষেত্রে অভিনব ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশের চিকিৎসক আ স ম আমজাদ হোসেন ‘গেটস ভ্যাক্সিন ইনোভেশন’ পুরস্কার পেয়েছেন। পুরস্কার হিসেবে পাচ্ছেন আড়াই লাখ মার্কিন ডলার (দুই কোটি ১১ লাখ টাকা)। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এ বছর এই পুরস্কার প্রবর্তন করেছে। গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার বিল গেটস বার্ষিক চিঠিতে লিখেছেন, ‘ডা. হোসেন দুটি গুরুত্বপূর্ণ জেলায় নিজের উদ্ভাবিত পদ্ধতিতে টিকাদান কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করে সফল হয়েছেন। গর্ভবতী মায়েদের তথ্য সংগ্রহ করা, টিকার তারিখগুলো সংগ্রহ করা ও এলাকাবাসীকে জানানো ইত্যাদি কাজ তিনি করেছেন।

আপাতদৃষ্টে মনে হতে পারে, এ কাজগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পুরোনো সমস্যাগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখায় পরিস্থিতির উন্নতি হয়েছে। ’ জেলা পর্যায়ে টিকা কর্মসূচি পরিচালনার দায়িত্বে থাকা চিকিৎসা কর্মকর্তা আমজাদ হোসেন প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলে কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে প্রায় দেড় লাখ শিশুকে টিকা দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। তিনি ওই দুটি এলাকায় টিকা দেওয়ার হার ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পেরেছেন।

আ স ম আমজাদ হোসেন কর্তৃক প্রাপ্য পুরস্কারের বড় অংশ ব্যয় হবে তাঁর পছন্দ মতো সেবা খাতে। সূত্রঃ এখানে  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।