আমাদের কথা খুঁজে নিন

   

চাই সত্যিকারের গনতন্ত্র

চাই সত্যিকারের গনতন্ত্র আমার জানামতে পৃথিবীর কোন দেশে আমাদের মতো রাজনৈতিক পরিবেশ নেই। আমরা গনতন্ত্রের নামে পরিবারতন্ত্রের মাঝে আছি। যে খানে নেই মেধার মূল্য, নেই আদর্শবানদের কোন ক্ষমতা নেই। গনতন্ত্রের দেশে আমরা দেখতে পাই যোগ্য ব্যাক্তি দেশের প্রধান হোন। যেমন দক্ষিন কুরিয়ার প্রেসিডেন্ট কিম ইয়ং ইল, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, সিটির মেয়র থেকে দেশের প্রেসিডেন্ট হয়েছেন।

আর আমাদের দেশে একই পরিবার থেকে দেশের প্রধান এর মত গুরুত্বপূর্ণ পদ ধরে রাখেন। প্রধান বড় দুটি দলের মধ্যে আমরা তাই দেখতে পাই, বেগম খালেদা জিয়ার পর বি,এন,পি প্রধান তারেক জিয়া হবেন। বর্তমান ক্ষমতাসীন দলের প্রধান জননেত্রী শেখ হাসিনা উত্তরাধীকার হিসাবে তার পরিবারের এই কোন একজন আসবেন। আমাদের পাশের দেশ ভারতের দিকে তাকাই দেখতে পাই যে, সোনিয়াগান্ধী নীজে জয়ী হয়ে দেশের স্বার্থে প্রধানমন্ত্রীর ক্ষমতা তিনি না নিয়ে একজন যোগ্য ব্যাক্তিকে প্রধানমন্ত্রী পদটি দিয়েছেন। আমাদের দেশের রাজনীতিবিদদের তা দেখে শিক্ষা নেওয়া উচি‌‍ৎ।

সুস্থধারার রাজনীতির পরিবেশ ফিরে এলে দেশ অনেক এগিয়ে যাবে। আমরা কি সত্যি কারের গনতন্ত্রের মাঝে ফিরে যেতে পারব নাকি এই পরিবার তন্ত্রের মাঝে থাকতে হবে? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।