আমাদের কথা খুঁজে নিন

   

ফেইসবুক

যে পৃথিবী আমাকে রেখেছে নিরন্তর বিস্বাদ মনকাঁদায় বিরহ -আমার কাছে থাকার... এক জবন আমার এক জীবন এর কাছে চেয়েছে-ই বা কতোটুকু মন প্রদীপ জ্বেলে আজ এইতো আমাদের ছুটে চলা বন্ধুরা আমার আজ মনের কাছে... আমার সব ছিনিয়ে নিয়ে তোমাকে আমাকে করো এক সূর্যের মুখোমুখি তুমি আমাকে দেখতে পাও হাসতে ভাসতে কাঁদতে ছুঁয়ে যেতে যেতে... কথার সাতকাহনে আমার বন্ধুরা কথা দিয়ে কথা মেখে ছবি দিয়ে মন প্রদীপে ছলছল সময়ের প্রতিবিম্বে জ্বেলে যায় সময়... এই কথা ও ভাব জ্বালার দিনে আমাদের রাজারা আজ গদি ছেড়ে পাড়ি জমায় নিজেদের শিকলে ঘুরে দ্বারে দ্বারে কথার এতো বলি রেখা আজতো বড় বেশি দপ দপ জ্বলছে তোমার আমার মনাকাঙ্খার পোশাকে কথাভাব আজ কুঞ্চন এঁকে দিলো আমাদের মুখ ও দিল-এ এই মওসুমে! আমাদের স্ববাক থাকার এই দিনে মন প্রদীপে উড়ে বেড়ানোর এই ছলে পৃথিবীকে চেনার এইতো হাতেখড়ি – ফেইসবুক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।