তুমি থাকো দুরে তবু এই হৃদয়ের অন্তপুরে ..............
...................।
প্রতিদিন এক’শ টা চুল পড়া নাকি স্বাভাবিক। কিন্তু কে আর গুনে রাখে।
তবে এটা ঠিক চুল পড়ে, এটা আমরা বলে থাকি, সব বয়সের ছেলে মেয়ে এ কথা বলে থাকে।
কারন চুল পড়ে গেলে নিজের কাছে খারাপ লাগে।
... এই চুল পড়া সমস্য থেকে বাচাঁর জন্য প্রথমেই আপনাকে জানতে হবে কী কারনে আপনার চুল পড়ছে। কারন টা খুজে বের করে আগে সেই সমস্য সমাধান করতে হবে। তখন আপনার-আপনিই চুল পড়া বন্ধ হয়ে যাবে।
নানা কারনে আমাদের মাথার চুল পড়ে থাকে। যেমন- চুলের গোড়ায় রক্ত সঞ্চালন না হলে,অ্যানিমিয়া থাকলে, মানসিক স্ট্রেক-টেনশনে, চুলে খুশকি ,বড় কোন অসুখে ভূগলে।
আর যে কোন কারনে চুল পড়োক না কেন কিছু নিয়ম মেনে চললেই সমস্যার সমাধান পাওয়া যায়।
নিন্মে কিছু নিয়ম দেওয়া হল--------
* সাপ্তাহে একদিন অন্তত ডিমের কুসুমের সঙ্গে ২ টেবিল চামচ অলিব অয়েল মিশিয়ে পুরো চুলে লাগান। এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে নিন।
* নারিকেল তেলের সাথে দারুচিনি গুড়া করে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করলেও চুল পড়া বন্ধ হয়।
* ঘোমানোর আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে হালকাভাবে চুল আচড়ে নেবেন।
এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন হয়ে থাকে।
* আমলকি ও জবাফুল নারকেল তেলে ফুটিয়ে বোতলে ভরে রাখুন। শ্যাম্পু করার আগে ওই তেলে চুলের গোড়ায় ম্যাসেজ করেন।
* সবুজ সাকসবজি ফলমূল বেশি খান।
* বেশি করে প্রোটিনযুক্ত খাবার ও প্রচুর পানি পান করুন
আমার মনে হয় এই সামান্য কাজ করলেই আমরা চুল পড়া সমস্যা থেকে সমাধান পেতে পারেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।