আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বেলার ভুলগুলো.....................

নাথিং টু সে......... ছোটো বেলায় আমরা সবাই অনেক ভাবসম্প্রসারন পড়েছি, তার মধ্যে কয়েকটা ছিল- ইচ্ছে থাকিলে উপায় হয়, পরিশ্রম সৌভাগ্যের প্রসুতি ইত্যাদি। আমরা তখন পরীক্ষা পাশের জন্য এইসব ভাবসম্প্রসারনের মূল ভাব না বুঝেই মুখস্থ করেছি। পরীক্ষায় ভাল নম্বরও পেয়েছি। এখনও আমরা এইসব ভাবসম্প্রসারন গুলোর মূল ভাবের সম্প্রসারন না করে আমাদের ছোটো ভাইবোন গুলোকে বইয়ে যা লেখা আছে তা শিখতেই উদ্বুদ্ধ করছি। কিন্তু একটু ভাল করে ভেবে দেখুনতো ছোটো বেলায় যা পরেছিলাম তার সাথে কি আমাদের আশেপাশের পরিবেশের মিল খুঁজে পান? একটু ভেবে দেখুনতো 'ইচ্ছা থাকিলে উপায় হয়' এই কথাটা কতটুকু সত্যি।

শুধু পরিশ্রম করলেই কি ভাগ্য দেবী প্রসন্ন হন? কি মনে হয়? আমার কিন্তু তা মনে হয়না। আমাদের দেশের বেশির ভাগই হচ্ছে খেঁটে খাওয়া মানুষ। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে। দিনমজুর যারা তারা দিনের শেষে যা টাকা পায় তা দিয়ে তার পরিবারের জন্য চাল ডাল কিনে নিয়ে যায়, তারপরও দেখা যায় তার পরিবারের সবাই পেট ভরে খেতে পারেনা। কিন্তু এমনতো হওয়ার কথা নয়।

সে যখন হাড় ভাঙ্গা পরিশ্রম করে তখন তো তার ঘরে অভাব থাকার কথা নয়। অথচ একটা অফিসের টেবিলে বসে যে ঘুষ নেয়, তার ঘরে গিয়ে দেখেন তার ছেলেরা ইংলিশ মিডিয়াম স্কুলে পরছে, সকালে ব্রেড- জেলি দিয়ে নাস্তা করছে। এই ভদ্রলোক কি সেই খেঁটে খাওয়া মানুষের চেয়ে বেশি পরিশ্রম করল??? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।