অতৃপ্ত আত্মার অনুচ্চ ক্রন্দনধ্বনি সেই কবেই মিলিয়ে গেছে স্তব্ধ বালুকাবেলায়। তারপরও স্মৃতির ঠাস বুননে একে একে গেঁথে নিয়েছি হৃদয়ের আবেগতাড়িত কখনওবা অবদমিত অসহায় ইচ্ছেগুলোকে। আর তাই,আজ আমি এখানে। আপনারা যারা ভেবে পান না,কি গিফট দিবেন,তারাও এই পোস্ট থেকে ধারণা নিতে পারেন
কে বলেছে গার্ল ফ্রেন্ড রা গিফট দেয় না !
প্রচলিত একটা কথা হল, 'গার্ল ফ্রেন্ড' মানে নিজের পকেট ফাকা। সবার ধারণা গার্ল ফ্রেন্ড থাকলে শুধু পকেট ফাকাই হয়, ইনপুট নেই কোন।
তাদের জন্য আমার এই পোস্ট। বিগত এক বছরে আমার গার্ল ফ্রেন্ড আমাকে যত গিফট দিয়েছে, তার কিছু ছবি এখানে দিচ্ছি । তবে, চকলেট এর ছবি দিতে পারছি না, খেয়ে ফেলেছি। ফুলের পিক দিতে পারছি না, মরে গেছে। আরও কিছু পিক দিতে পারছি না,কাছে নেই এখন, গাড়িতে তাই।
১ গীটার
২ আরমানীর বেল্ট
৩ নরম পুতুপুতু বাবুর মত একটা টেডি
৪ ইবনি কালার এর সুন্দর একটা শো পিচ
৫ নীল একটা শার্ট । আমার ফেভারিট গুলর মধ্যে একটা
৬ তার নিজের হাতে বানানো কার্ড। অনন্যসাধারন। ছবি দিয়ে বুঝান যাবে না।
৭ কার্ডের ভিতরে পাশ ।
৮ নিজের হাতে বানানো ছোট কার্ড। ভিতরে থ্রি ডি।
৯ ফ্লোটিং ক্যানডেল
১০ লাভ কার্ড
১১ লাভ সটীক
১২ কাপল মগ
১৩ মোমের শো পিচ
১৪ টাই সেট (রুমাল আর কাপ্লিং বোতাম এর সাথে)
১৫ ডিজেল এর ওয়ালেট
১৬ পারফিউম
১৭ প্লাটফর্ম এর উপর আমদের জীবন নিয়ে কার্ড। ছবি দেখে বোঝা যাবে না কার্ড টা কত সুন্দর। সে নিজেই বানিয়েছে।
১৮ হাতঘড়ি
১৯ লিভাইস এর ওয়ালেট
২০ ডিজেল এর হাতঘড়ি
২১ বেসবল ক্যাপ
২২ শার্ট
২৩ দুইটা গেঞ্জি আছে ভিতরে। ওদের ফ্যাক্টরিতে বানানো। প্যাকেট টা অর বানানো।
আপডেটঃ
২৪ ছোট্ট শো পিচ
২৫ কফি মগ
২৬ হাতঘড়ি
২৭ জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন সমগ্র
২৮ আরও দুইটা গেঞ্জি
২৯ অনেক অনেক খাবারের মাঝে এটার কথা উল্লেখ না করে পারলাম না। এটা ও আমাকে খাইয়েছিল ভালবাসা দিবসে।
আরও যোগ হবে শীঘ্রই । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।