আমি স্পস্ট ভাষি সাধারন জীবন যাপনে তৃপ্ত একজন মানুষ। অতি সাধারন.....তবে প্রতিবাদী.. লিখার সৃজনশীলতায় কিছুটা দক্ষতা আছে.. ..নিজের মধ্যে এক অভাব খুজি সর্বদা, যাকে আমি লালন করি অসীম মমতা দিয়ে। কেন জানি সে আমার খুব প্রিয় হয়ে উঠছে দিন দিন...হয়তবা তাকে আমি । । গাও গহীনের কষ্ট - ০১ ।
।
............দোলন মাহমুদ। ।
কেমন আছছ করিমন ?
কতদিন পর দেহা,
আমারে কি ভুইলা গেছছ ?
না কি আছে মনে কিছু।
আমি বেজায় সুখে আছি,
গোলা ভরা ধান,
গোয়াল ভরা গরু।
পাকা দালানে থাহি
সেই হানে তুফানের ঝাপটা আহেনা
মাঘ মাইসের কুয়াসাও ঢোহেনা,
দিনের আলো আর রাইতের
ফকফইক্কা জোসনা ঢোহে।
খালি সুখ আর সুখ,
এত সুখের মইদ্ধে
কোন কালের কোন গরীব রহিম
তার কতা কি মনে পরে ?
আসলেইতো আমারে কিল্লিগা মনে পরব,
তিন বেলা খাওনের পয়সা
জোগাড় করা যার খেমতা নাই
দিনভর কামলা দিয়াও
অসুখ্যা মা এর ঔষধ কিনতে পারিনা,
যে হুদা পারে পদ্মার জলেতে
ডাঙ্গার দু:ক্ষকে ডুবায়ে মারতে,
তার কতা কেন্ মনে করাবি।
যহন মাঝ রাইতে শিয়ালের ডাহে
ঘুম ভাংগলো, জানলা খুইল্লা
আসমানে চাইয়া দেহি
সিলভারের থালের মত ঝক ঝক করতাছে চাঁন।
তহন বুকের মইদ্ধে ধক্ ধকানি দিয়া
তোরে না পাওনের কষ্ট শুরু হইল।
একটা কতা তহন বারে বারে মনে হইছিল
তোরে পাইলে জিগামু,
তুই কি আমারে অহন ঘিন্না করছ ?
আর বাসিস না ভাল আগের মত ? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।