আমাদের কথা খুঁজে নিন

   

বাক বাক বাক বাকবাকুম পায়রা

পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রূটি আজ দু্‌ঃক্ষ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানতেন এবং বুঝতেন। তবুও আজ জাতির কাছে সবই পরিস্কার হয়ে গেছে। এপ্রক্ষিতে একটা ফেবু স্টাটাস কপি পেষ্ট মারতে আমি পিছপা হবনা। "আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের ভালো করতে গিয়া আওয়ামী লীগের টাকায় করা আন্দোলনে অংশ নিয়া আওয়ামী লীগেরই নেতাদের কাছে গালি খাইল আওয়ামী লীগ করা ব্লগাররা, শুধু তাই না, আওয়ামী লীগেরই গঠিত কমিটির সুপারিশে আওয়ামী লীগের পুলিশ সেই আওয়ামী লীগ করা ব্লগারদের অ্যারেস্ট করার পর সেটা আওয়ামী লীগেরই মিডিয়াতে ফলাও কইরা দেখানোর পর এখন আওয়ামী লীগেরই লোকজন মাথা চুলকায় বলতসে, "আওয়ামী লীগ এইডা তুই কী করলি" হেফাজতে ইসলামের দাবী রাখতে ইমরান কে গ্রফতার করা হলেও খুব অবাক হবনা।

কারন, সবই তো গেম। ইমরানের বড় গলায় বলা কিছু কথা শুনে, ব্যাপার টা আরো সন্দেহ বাড়িয়ে দিয়েছে। পরসমাচার এই যে, তিন জন বিশিষ্ট জন গ্রেপ্তার হয়েছে। নোটিশ বোর্ডে নোটিশ ঝুলছে। দুর্নিতি, স্বজনপ্রীতির জোয়ারে ভাষিয়া, কোনো প্রকার নোটিশ ছাড়া ব্লগ কতৃপক্ষ ভ্যারাইটিস ব্যান সহকারে সুলেমানি ব্যান করিয়া, সরকার কে পথ দেখাইয়া দিয়াছে।

সো, নোটিশের কোনো প্রয়োজন ছিলনা। বাক স্বাধীনতার গায়ে আচর লাগেনাই বলিয়াও আমি মনে করি। ব্লগে কিছু বাংলা শব্দ শিখেছিলাম, যেগুলো আগে কখনো ইউজ করিনাই। যেমন, বাক স্বাধীনতা, বাক দায়ীত্বশীলতা, যুথবদ্ধতা ইত্যাদি ইত্যাদি.....। বাক স্বাধীনতা আমরা পেয়েছিলাম (কিছু ক্ষেত্রে) বাট হারিয়েছি বাক দায়ীত্বশীলতা।

ব্লগ আর ফেসবুক এক জিনিশ নয়। মানব যেহেতু অটোমেটেড সফটওয়ার নয়, তাই তার মনের প্রভাব, ভাল লাগা, খারাপ লাগা ইত্যাদি মডারেশনে প্রতিফলিত হবেই। তবে আশার কথা, সরকার খুব সম্ভবত ফেবু ব্যান করে দিবেন। চারপাশ থেকে আর কত বাশ সহ্য করা যায়? এটার প্রভাব ব্লগেও পড়বে। ব্লগার ভাই ও বোনেরা সবাই প্রক্সি ইনস্টল করে রেডি হয়ে থাকুন।

যা কিছুই ঘটুক না কেন, আমাদেরকে তাই মোকাবেলা করতে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।