আমাদের কথা খুঁজে নিন

   

কি চাই তোমার জলদি বলো ?

কোথায় যে পড়েছিলাম ... 'তোর জন্য জেতা যুদ্ধও আমি হারতে রাজি হাসিমুখে ।' এ আর এমন কি! আমি মৃত্যুকে ডেকেছি তোমায় পাবো না বলে আকাশ কে বোতল বন্দী , সমুদ্রকে উড়িয়ে দিয়েছি সেদিন কিশোরীর গালফোলা বেলুনে । শুনেছি আঁধার ভালোবাসো কালো হিমালয় নেবে ? আরও কালো চাই ! এই দেখো , সূর্যের সাথে করলাম সন্ধি , ঘুমবে সে কালো টিপের আদরে। বৃষ্টি ভালোবাসো ? নায়গ্রা এনে দেবো হাস্নাহেনার কোলে । পৃথিবী দেখবে ? চাঁদের টিকিট কেটেছি দেখো তোমার পাশবালিশে গোঁজা, মরুভূমি দেখবার শখ ! আমার চোখে জল দেখেছো , তুমি ভুলে যাবার পর ? আর কি চাই ? জলদি বলো- লালকমল না ইউনিকর্ন? ঠাকুরমার ঝুলির কিপটে বামুন , সুকুমারের হাঁসজারু ? নাকি নেবে এ যুগের নির্মলেন্দু গুণ ! সময় নেই , সময় নেই , জলদি বলো ইচ্ছে পূরণ দিন তোমার । অবাক তুমি ! অপেক্ষায় ওপারের প্রহরী , কালো ঘোড়া অবুঝ বড় , যেতে হবে অনেকটা , তোমায় ভালো রাখার বদল তার সাথেই যাত্রা। এক জীবনে অনেক পেলাম এক তোমাতেই স্বর্গ! কোথায় যে পড়েছিলাম ... 'তোর জন্য জেতা যুদ্ধও আমি হারতে রাজি হাসিমুখে ।' এ আর এমন কি! ২৫/০১।২০১২  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।