পথ শেষ কোথায় কি আছে শেষে পথের .. বুঝি তৃষ্ণার শেষ নেই নেই মনে ভয় লাগে সেই ..
ঝিক ঝিক শব্দে কান ঝালাপালা হওয়ার যোগাড় মুনিয়ার । চোখ দিয়ে ঝর ঝর করে ঝরছে পানি। শয়তান , উল্লুক , গাধা , বেরসিক আর কোন গালি মনে এলনা ওর । যেদিন থেকে ভার্সিটি বন্ধ হবে শুনেছে সেদিন থেকেই উল্লুকটাকে বলেছে প্রথম এক সপ্তাহ ওরা দুজন ঘুরবে, একসাথে খাবে । ক্লাস চলাকালে কখনই ঘোরা হয়না , আজ CT তো কাল group study . অথচ আজ ২দিন পার হয়ে গেল এখনো সময় হয়ে উঠলনা ।
রাগে , দুঃখে কাউকে কিছু নাবলেই ট্রেনে উঠে বসেছে আজ সকালে মুনিয়া , কাকেইবা বলে আসবে সে । থাকুক সে তার কাজ নিয়ে , জানালার পাশে বসে আকাশ – পাতাল ভাবছে মুনিয়া , বাধ মানছেনা চোখের পানি , বড্ড অভিমানী যে সে । ঘণ্টাদেড়েক পর ফোনের শব্দে ঘাড় ঘুরিয়ে দেখে মুনিয়া হ্যাঁ উল্লুকটাই । ধরবেনা ও আগেই ঠিক করেছে । অনেক হয়েছে , ও একাই কম্প্রমাইজ করে সবসময় ।
এইজন্য একেবারে মাথায় উঠে বসেছে । ৩,৪ বার continuously বেজে একসময় থেমে গেল কর্কশ শব্দটি । কান্না বন্ধ হয়েছে অনেক আগেই । ১০,১১ ঘণ্টা কি করবে বুঝতে পারছেনা মুনিয়া , খাওয়ার মুড নাই ,তাই শুয়ে পড়ার decision নিল ও । কিন্তু বজ্জাত ফোনটার জ্বালায় ঘুমানোও দায় ।
অপরিচিত একটি নাম্বার দেখে হ্যালো বলার আগেই ওপাশের কথা শুনতে পেল মুনিয়া । হ্যাঁ মিফতাই । এটা ওর আসল নামনা । মুনিয়াই দিয়েছিল ওর নামের সাথে মিলিয়ে ।
মিফতাঃ তুমি কোথায় ? ঘুম ভাঙ্গছে ? ১ ঘণ্টা আগে ফোনে দিছিলাম ।
………………………………………………………….
মিফতাঃ হ্যালো ? এত শব্দ কিসের ? তুমি রেল লাইন এর পাশে কি কর ? অহ গড! তুমি কি ট্রেনে ? মুনিয়া শোন তুমি আমাকে না বলে কীভাবে …….
মুনিয়াঃ তোমার কথা শেষ হলে ফোন রাখলাম ।
মিফতাঃ হ্যালো এক মিনিট , শোন ফোন কাইটোনা প্লিজ। আমি বলতেছিলাম ১২ ঘণ্টার চেয়ে ৭ ঘণ্টা ………..
কথা শেষের আগেই খুট করে কেটে দিল মুনিয়া । কত্তবড় ফাজিল আবার সাজেশান দেয় । ফুলতে থাকে মুনিয়া ।
১২ ঘণ্টার জায়গায় সাড়ে ১২ ঘণ্টায় ঢাকায় পউছে ট্রেন থেকে নেমে বোকা বোনে গেল মুনিয়া । station এ ওর সামনে একটা ঝাঁকড়া চুলের বাদর দাড়ায় আছে , মুখে ২ দিনের না কামানো দাড়ি , পরনে পরশুদিনের শার্ট । উল্লুকটা ওর সামনে ! মুখে বোকা বোকা হাসি নিয়ে সামনে এসে বলল “ ৭ ঘণ্টা !! বলছিলাম না ? ভাগ্যিস তুমি ট্রেনে এসেছ ” ! চট করে মনে পড়ে গেল ট্রেনে ফোনের শেষ লাইনটা ১২ ঘণ্টার চেয়ে ৭ ঘণ্টা .. .. ! চোখের সামনে হানিফ বাস এর টিকেট দেখে হাবার মত তাকিয়ে রইল মুনিয়া । আরও আছে , মুখ তুলে দেখল মুনিয়া মিফতা দুইটা টিকেট বের করল , “ রিটার্ন টিকেট নিয়েই আসছি । এখন থেকে ১ সপ্তাহ শুধুই তোমার ।
” হাতের দিকে তাকিয়ে দেখল মুনিয়া ধাকা-খুলনা টিকেট,বাস ছাড়বে রাত ৯ টায় , রিষ্টওয়াচ দেখল এখন বাজে সন্ধ্যা ৭ টা ।
উদাসী মেয়ে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।